বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ , ০৪:৪৬ পিএম


কোহলি
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন বিরাট কোহলি। এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকও ডানহাতি এই ব্যাটার। এবার ব্যাট হাতে স্বদেশী শচিন টেন্ডুলকার ও বাংলাদেশের সাকিব আল হাসানকে ছাড়িয়ে বিশ্বকাপে অনন্য রেকর্ড গড়লেন এই ব্যাটিং জিনিয়াস।  

বিজ্ঞাপন

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইনিংসে ২৭তম ওভারের শেষ বলে নিউজিল্যান্ডের স্পিনার রাচিন রবীন্দ্রর স্টাম্পের ওপর করা ডেলিভারি লং অনে ঠেলে এক রান নিলেন ভিরাট কোহলি। এর মাধ্যমে বিশ্বকাপের নক আউট ম্যাচে প্রথমবারের মতো পঞ্চাশ ছুঁলেন তারকা এই ব্যাটার।

এর পাশাপাশি দারুণ ছন্দে থাকা বিশ্বকাপে নতুন রেকর্ডও গড়লেন কোহলি। প্রথম ব্যাটসম্যান হিসেবে এক আসরে খেললেন ৮টি পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ২০০৩ সালে এক সেঞ্চুরির সঙ্গে ছয়টি ফিফটি করেন শচিন টেন্ডুলকার। গত আসরে দুই সেঞ্চুরির পাশাপাশি সাকিব আল হাসান খেলেন পাঁচটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস।

এবার দশ ম্যাচে দুইটি সেঞ্চুরি ছাড়াও কোহলির ফিফটির সংখ্যা ছয়টি। ৪ চারে ৫৯ বলে এই মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। ইনিংসে ষষ্ঠ রান নেওয়ার সময় প্রথমবার বিশ্বকাপের এক আসরে ৬শ রানও পূর্ণ করেছেন ভারতের তারকা ব্যাটসম্যান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission