ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের কোচ হওয়া প্রসঙ্গে যা বললেন উমর গুল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ , ০৭:৩২ পিএম


loading/img
সংগৃহীত ছবি

আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ফিল সিমন্সের সঙ্গে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার টাইগার শিবিরে যুক্ত হতে যাচ্ছে নতুন বোলিং কোচ। যেখানে জোরে সরে শোনা যাচ্ছে পাকিস্তানের সাবেক পেস তারকা উমর গুলের নাম।  

বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয় দলের বর্তমান বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের সঙ্গে এক বছরের চুক্তি এখনও বাকি। কিন্তু তার পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের পরেই তাকে বিদায় জানানো হতে পারে বলে জানা গেছে।  

যার কারণে তাসকিন, নাহিদ রানাদের জন্য নতুন বোলিং কোচ খুঁজছে বিসিবি। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে উমর গুলের নাম অন্যতম। এই বিষয়ে পাকিস্তানের একটি স্থানীয় সংবাদমাধ্যমে গুল বলেন, ‘আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে, কিন্তু এখনও কোনো কিছু নিশ্চিত নয়। নিশ্চিত সিদ্ধান্ত আসবে বোঝাপড়া এবং নীতি-শর্ত অনুযায়ী। সবকিছুই বোর্ডের হাতে।’    

বিজ্ঞাপন

শুধু উমর গুলই নয়, বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার দৌড়ে আছেন আরও কয়েকজন সাবেক তারকা। এ তালিকায় রয়েছেন অস্ট্রেলিয়ার শন টেইট, টাইগারদের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড এবং ওটিস গিবসন। 

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানের হয়ে বল হাতে মাঠ কাঁপানো উমর গুল। ইতোমধ্যে কোচ হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গুল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, আফগানিস্তান জাতীয় দল এবং পাকিস্তানের বোলিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন পাকিস্তানের এই সাবেক পেসার। জাতীয় দলের হয়ে ৪৭ টেস্ট, ১৩০টি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উমর  গুল।  


 আরটিভি/ এস কে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |