ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এবার চুরি হলো কোহলির ব্যাট!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ , ০৩:৫৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

এবার চুরি হলো বিরাট কোহলির ক্রিকেট ব্যাট। খেলা শেষ করে যখন ব্যাগে সব কিছু গুছিয়ে নিচ্ছিলেন তখন খেয়াল করেন তার প্রিয় একটি ব্যাট পাচ্ছেন না। তখন নিজের ব্যাট খুঁজে পেতে রীতিমত হিমশিম খাচ্ছিলেন কোহলি।কিন্তু শেষ পর্যন্ত সেই প্রিয় ব্যাট খুঁজে পান ভারতের এই ব্যাটার।পরে তার এক সতীর্থের ব্যাগ থেকে ব্যাটটি উদ্ধার হয়।     

বিজ্ঞাপন

চলমান আইপিএলে কয়েক দিন আগেই সাজঘরে কোহলিকে না জানিয়ে তার সুগন্ধী ব্যবহার করেন এক সতীর্থ। এবার সাজঘর থেকে ‘চুরি’ হলো তার ব্যাট।    

এই ঘটনাটি ঘটে চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে। আসলে পুরো ঘটনাটিই কোহলির সঙ্গে মজা করার জন্য  ঘটানো। কোহলি সাজঘরে যাওয়ার আগেই তার ব্যাগ থেকে একটি ব্যাট নিজের ব্যাগে রেখে দেন টিম ডেভিড। কোহলি গিয়ে যখন ব্যাগ গোছাচ্ছেন, তখন তিনি খেয়াল করেন সাতটি ব্যাটের জায়গায় সেখানে ছ’টি ব্যাট রয়েছে। 

বিজ্ঞাপন

বেশ কিছুক্ষণ সময় কোহলি সেখানে দাঁড়িয়ে থাকেন। তিনি বুঝতে পারছিলেন না কে তার ব্যাট নিয়েছে। কয়েক জনকে জিজ্ঞাসাও করেন তিনি। কিন্তু কেউ কিছু বলেননি। অবশেষে বাধ্য হয়ে সাজঘরে ব্যাট খুঁজতে শুরু করেন কোহলি। কিছু ক্ষণ খোঁজা খুঁজি করার পর ডেভিডের ব্যাগে নিজের ব্যাট পান বিরাট। সঙ্গে সঙ্গে ব্যাটটি বের করে নেন তিনি।     

এ নিয়ে ডেভিডকে কোহলি জিজ্ঞাসা করেন, তার ব্যাট কিভাবে ডেভিডের ব্যাগে গেল। জবাবে অস্ট্রেলিয়ার ক্রিকেটার জানান, তিনি ব্যাটটি চুরি করেননি, ধার নিয়েছিলেন। তিনি আসলে দেখতে চেয়েছিলেন, কি ভাবে এত ভাল খেলেন কোহলি। তার ভাল খেলার পিছনে ব্যাটের কি ভূমিকা রয়েছে। এই কথা শুনে হেসে ফেলেন কোহলি। সাজঘরের বাকিরাও হাসতে শুরু করেন।

আরও পড়ুন

উল্লেখ্য, রাজস্থানের বিপক্ষে এই ম্যাচে রানের দেখা পেয়েছেন কোহলি। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান করে রাজস্থান। জবাব দিতে নেমে ১৫ বল বাকি রেখে ৯ উইকেট হারিয়ে ম্যাচে জয় তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলের জয়ের দিন এদিন ব্যাট করতে নেমে ৪৫ বল খেলে ৬২ রান করে অপরাজিত থাকেন কোহলি। চলমান আইপিএলে চতুর্থ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় তিন নম্বরে আছে রেড ডেভিলসরা।  

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |