ঢাকা

মুশফিকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ তোলায় মানববন্ধন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ , ০৫:৪৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে বিরল এক আউটের শিকার হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বল হাতে ধরে প্রথম বাংলাদেশি হিসেবে ‘হ্যান্ডেলড দ্য বল’ আইনে আউট হন টাইগার উইকেটকিপার এই ব্যাটার। যা বর্তমানে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউটের আওতাভুক্ত।

বিজ্ঞাপন

এরপর মুশফিকের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ তুলেছে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেল। এতে সেই চ্যানেলকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। বিসিবিও এই বিষয়ে পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছে। এবার মুশফিকের বিরুদ্ধে করা ভিত্তিহীন প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন করেছে বগুড়ার ক্রিকেটপ্রেমীরা।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে শহীদ চান্দু স্টেডিয়ামের বাউন্ডারি লাইনের বাইরে মানববন্ধনে অংশ নেন বিভিন্ন পর্যায়ে খেলা তরুণ ক্রিকেটাররাও। এ সময় জেলা ক্রীড়া সংস্থার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের খেলা চলছিল। প্রিয় ক্রিকেটারকে অবমাননাকারীকে বিসিবি’তে অবাঞ্চিত ঘোষণার দাবি জানিয়েছেন মুশফিকের ভক্তরা।

বিজ্ঞাপন

এদিকে মুশফিকুর রহিমের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ করে ৭১ টেলিভিশন। কিন্তু সমালোচনার ঝড় সামলাতে না পেরে ভিত্তিহীন সেই সংবাদটি নিজেদের প্রচার মাধ্যম থেকে সরিয়ে ফেলে ক্ষমাও চেয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেলটি। এতেও যেন কমছে না ভক্তদের ক্ষোভের আগুন।

বগুড়ায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে আরও একবার তীব্র নিন্দা জানিয়েছে অংশগ্রহণকারীরা। ভবিষ্যতে যেন এমন মিথ্যাচারে সিনিয়র ক্রিকেটারদের অসম্মান করতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিসিবির কাছে দাবি জানিয়েছে জেলার ক্রিকেট সংশ্লিষ্টরা। সেই সঙ্গে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করায় জাতির কাছেও ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তারা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |