ঢাকা

বল চেজ করতে পাঁচ ফিল্ডারের দৌড়, কারণ জানালেন জাকির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০১ এপ্রিল ২০২৪ , ১১:২৫ পিএম


loading/img
ছবি-সংগৃহীত

চট্টগ্রাম টেস্টর প্রথম ইনিংসে ব্যাটিং ব্যর্থতায় ১৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। তৃতীয় দিন শেষ ৪৫৫ রানে এগিয়ে রয়েছে লঙ্কানরা। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় ম্যাচের অন্য একটি দৃশ্য। যেখানে এক বলকে চেজ করতে পাঁচজন ফিল্ডারকে দৌড়াতে দেখাতে যায়।

বিজ্ঞাপন

সোমবার (১ এপ্রিল) টাইগারদের এই ফিল্ডিং দৃশ্যের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ম্যাচ শেষে এই ঘটনার ব্যাখ্যা দিলেন জাকির হাসান।

তৃতীয় দিন শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে লঙ্কান ব্যাটারের ব্যাটের কানায় বল লেগে স্লিপের পাশ দিয়ে থার্ডম্যান অঞ্চলে যায়। ওই বল ধরার জন্য স্লিপ ও পয়েন্টের পাঁচ ফিল্ডার দৌড় শুরু করেন। যেন বল ধরা নয় নিজেদের মধ্যে দৌড় প্রতিযোগিতায় নেমেছেন তারা। 

বিজ্ঞাপন

এনিয়ে জাকির মনে করেন, দল ভালো করলে সকলে সর্বোচ্চ চেষ্টাটা দেখানোর চেষ্টা করে। ওটা ছিল তারই অংশ। 

তিনি বলেন, টিম ভালো পরিস্থিতিতে থাকলে, উইকেট পড়লে সবার বাড়তি চেষ্টা চলে আসে। আমরা সব সময় ওই চেষ্টাটা ধরে রাখার চেষ্টা করছি। ওই সর্বোচ্চ চেষ্টাটা দেওয়ার কারণেই সকলে বলটা চেজ করতে চেয়েছিল।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |