• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

‘জাভির থেকে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ এপ্রিল ২০২৪, ১৫:২৭
জাভি
ছবি- সংগৃহীত

চলতি মৌসুম শেষেই বার্সেলোনা ছাড়ার কথা জানিয়েছিলেন জাভি হার্নান্দেজ। তবে বৃহস্পতিবার ক্লাবটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখনই ক্লাব ছাড়ছেন না জাভি, নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তিনি। আরও এক বছর জাভিকে কাতালান ক্লাবটির ডাগ-আউটে দেখা যাবে।

স্প্যানিশ গণমাধ্যমের বিভিন্ন সূত্র জানাচ্ছে, গত বছর বার্সেলোনার সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছিলেন ৪৪ বছর বয়সী জাভি। বৃহস্পতিবার দিনব্যাপী ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা ও স্পোর্টিং ডিরেক্টর ডেকোর সঙ্গে লম্বা আলোচনার পর নিজের সিদ্ধান্তের নাটকীয় পরিবর্তন করেন জাভি।

সিদ্ধান্ত প্রত্যাহার প্রসঙ্গে জাভির ভাষ্য, ‘এটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। জানুয়ারিতে আমি সভাপতি (হুয়ান লাপোর্তা), (স্পোর্টিং ডিরেক্টর) ডেকো এবং বোর্ডকে জানিয়েছিলাম যে এটাই (জাভির চলে যাওয়া) ক্লাবের জন্য ভালো। এখন পরিস্থিতি বদলেছে। আমরা এই ব্যাপারে গতকাল সরাসরি কথা বলেছিলাম। আমি মনে করি, আমাদের কাজটা শেষ হয়নি এবং দলটা বিজয়ী হতে পারে। সবচেয়ে বেশি আশা নিয়ে আমি দৃঢ়প্রত্যয়ী। খেলোয়াড়রাও এটা বিশ্বাস করে এবং আমি আমার মত পরিবর্তন করেছি। ভুল শুধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ।’

এদিকে জাভির এমন ইউটার্নে ফুটবলপ্রেমীরা আলোচনা-সমালোচনায় মাতলেও বিষয়টিকে সঠিক বলেই মনে করছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। তার ভাষ্য, ‘আমার মনে হয়, জাভি বার্সেলোনায় ভালো করছে। সে এই ক্লাবকে খুব ভালোভাবে চেনে। আমার কাছে মনে হচ্ছে, ওর থেকে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত।’

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হেতাফেকে হারিয়ে বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল
৫৩ বছর পর বার্সাকে হারালো পালমাস
জাভিকে বরখাস্ত করল বার্সেলোনা
লা লিগায় জাভির শততম ম্যাচটি জয় দিয়ে রাঙালো বার্সেলোনা