ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

ঘরের মাঠে অ্যাতলেটিকোর কাছে বার্সার হোঁচট, হারাল শীর্ষস্থানও

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ০১:৩৮ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

স্কোরলাইনে তখন সমতা, ড্রয়ের পথে ম্যাচ। নির্ধারিত সময়ের ৯০ মিনিট পেরিয়েও যোগ করা সময়ের শেষ হতে চলেছে। আচমকাই বার্সেলোনার জালে বল পাঠাল আতলেতিকো মাদ্রিদ। শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে আলেক্সান্ডার সোরলথ অ্যাতলেটিকোকে ২-১ গোলে জয়ের আনন্দে ভাসান। 

বিজ্ঞাপন

অবিশ্বাস্য এক জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠল দিয়েগো সিমেওনের দল অ্যাতলেটিকো মাদ্রিদ। ২০০৬ সালের পর এই প্রথম বার্সেলোনার মাঠে লিগ ম্যাচ জিতল মাদ্রিদের দলটি। লিগে টানা সাত ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচ জিতে বছর শেষ করল দিয়েগো সিমেওনের শিষ্যরা।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে অলিম্পিক স্টেডিয়ামে স্বাগতিক বার্সার মাঠে একটি জয়ের নেশায় নেমেছিল অ্যাতলেটিকো। ম্যাচে যদিও পেদ্রির গোলে ৩০ মিনিটেই লিড নিয়েছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে রদ্রিগো ডি পল অ্যাতলেটিকোকে সমতায় ফেরান।

বিজ্ঞাপন

ম্যাচটিতে সবদিক থেকেই আধিপত্য ছিল স্বাগতিক বার্সেলোনার। লামিনে ইয়ামালকে ছাড়া আত্মবিশ্বাসী শুরু করা বার্সেলোনা প্রথম ভালো সুযোগ পায় চতুর্থ মিনিটে। বক্সের ভেতর থেকে রাফিনিয়ার শট ঠেকিয়ে দেন অ্যাতলেটিকোর এক ডিফেন্ডার। একটু পর ফের্মিন লোপেসের ক্রসে রবের্ত লেভানদোভস্কির হেড উড়ে যায় ক্রসবারের ওপর দিয়ে।

প্রথম ১৫ মিনিটে ৭০ শতাংশ পজেশন ধরে রেখে প্রতিপক্ষের বক্সে ১৩ বার বল স্পর্শ করে বার্সেলোনা। এই সময়ে বল নিয়ে স্বাগতিকদের বক্সে ঢুকতেই পারেনি আতলেতিকো।

২১তম মিনিটে অ্যাতলেতটিকোর বক্সে গিলানো সিমেওনের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে বার্সেলোনা। তবে রেফারির সাড়া মেলেনি। ভিএআরেও বদলায়নি সিদ্ধান্ত। পরের মিনিটে ইনিগো মার্তিনেসের শট ঠেকান অ্যাতলেতটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক। 

বিজ্ঞাপন

আক্রমণে আধিপত্য ধরে রেখে ৩০তম মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। গাভিকে পাস দিয়ে বক্সে ঢুকে পড়েন পেদ্রি। ফিরতি বলে ডান পায়ের শটে জাল খুঁজে নেন ২২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার। লিগে পেদ্রির এটি চতুর্থ গোল।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ পায় বার্সেলোনা। পেদ্রি বক্সে ফের্মিনকে বল বাড়িয়ে দিলে এই মিডফিল্ডারের শট পা দিয়ে ঠেকান ওবলাক। ৫৭তম মিনিটে ওবলাকের ওপর দিয়ে রাফিনিয়ার শট ক্রসবারে লাগে দ্বিতীয় গোল বঞ্চিত হয় বার্সেলোনা।

এর দুই মিনিট পরই পাল্টা আক্রমণে সমতা ফেরায় অ্যাতলেটিকো। বক্সের বাইরে থেকে নেয়া শট বার্সার গোল রক্ষককে ফাঁকি দিয়ে জালে পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার দে পল।

৭৬তম মিনিটে দারুণ সুযোগ হারান লেভানদোভস্কি। পরের মিনিটে পাবলোর শট পা দিয়ে ফিরিয়ে বার্সেলোনাকে রক্ষা করেন গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। ৮৬তম মিনিটে দুরূহ কোণ থেকে রাফিনিয়ার শট ব্যর্থ করে দেন ওবলাক।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বার্সেলোনার সমর্থকদের স্তব্ধ করে দেন সরলথ। ডান দিক থেকে নাহুয়েল মোলিনার পাস ফাঁকি দেয় বার্সেলোনার দুই খেলোয়াড়কে। প্রথম স্পর্শে বল জালে পাঠান ৭৩তম মিনিটে বদলি নামা সোরলথ। 

১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে আতলেতিকোর পয়েন্ট হলো ৪১। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেল বার্সেলোনা।

লিগে হান্সি ফ্লিকের দল বার্সেলোনার বাজে সময়ও দীর্ঘায়িত হলো। আসরে প্রথম ১২ ম্যাচের ১১টিই জেতা দলটি তাদের পরের ৭ ম্যাচের ৬টিতেই হারাল পয়েন্ট। এর মধ্যে তাদের হার চারটি, ড্র দুটি, জয় একটি। ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারল কাতালানরা।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |