• ঢাকা রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
logo

ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করল পিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২৪, ১৩:৩৭
Pakistan
ছবি- পিসিবি

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘণ্টা বেজেছিল পাকিস্তানের। দ্য গ্রিন ম্যানদের ব্যর্থ মিশনের পর প্রত্যাশিতভাবেই পরিবর্তনের শঙ্কা ছিল। এবার নির্বাচক কমিটির দুই সদস্য ওয়াহাব রিয়াজ ও আব্দুল রাজ্জাকের উপর দিয়েই গেল শুরুর ঝড়।

বুধবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘এটা জানানো যাচ্ছে যে আব্দুল রাজ্জাক ও ওয়াহাব রিয়াজের জাতীয় দলের নির্বাচক কমিটিতে আর দরকার পড়ছে না। নির্বাচক কমিটির গঠন সম্পর্কে বাকি তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।’

এদিকে কয়েক সপ্তাহ আগেই পুরুষ ও নারী দলের নির্বাচক কমিটিতে যুক্ত হয়েছিলেন রাজ্জাক। এখন মেয়েদের নির্বাচক হিসেবেও তাকে আর দেখা যাবে না।

অন্যদিকে বিশ্বমঞ্চের আগে নতুনভাবে ৭ সদস্যের কমিটি গঠন করেছিল পিসিবি। সেই প্যানেলের অন্যতম দুই সদস্য ছিলেন ওয়াহাব ও রাজ্জাক। তাদেরকে বিদায় বললেও বাকি পাঁচ জন আপাতত বহালই থাকছেন।

মন্তব্য করুন

Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবি পার্টি ছাড়লেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
ইনস্ট্রাক্টরের বিরুদ্ধে অভিযোগ দেওয়ায় ৩ সহকারী শিক্ষক বরখাস্ত
সৈয়দপুর রেলওয়ে কারখানার ২ নারী কর্মচারী বরখাস্ত
শাহিন আফ্রিদিকে বাদ দেওয়ার কারণ জানাল পিসিবি