ঢাকাশনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

‘এ’ দলের হয়ে খেলবেন মুশফিক-মুমিনুল!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৮ জুলাই ২০২৪ , ০১:৩৩ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আগামী আগস্টে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। এই সফরে দুটি টেস্ট খেলবে টাইগাররা। তবে পাকিস্তান সফরে থাকছে না কোন প্রস্তুতি ম্যাচ।

বিজ্ঞাপন

‘এ’ দলের হয়ে ৪ দিনের প্রথম ম্যাচে জাতীয় দলের পাঁচ ক্রিকেটার খেলতে পারেন। এই তালিকায় মুশফিকুর রহিম, মুমিনুল হক চূড়ান্ত। বাকিদের তালিকা আজই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

এদিকে এইচপির হয়ে অস্ট্রেলিয়া সফরে থাকা অনেকেই পাকিস্তানে চার দিনের ম্যাচ খেলতে পারেন। মূলত দ্য গ্রিন ম্যানদের কন্ডিশন পরখ করে দেখতে চান জাতীয় দলের নির্বাচকরা।

বিজ্ঞাপন

লিপু জানান, এক-দু’দিনের মধ্যে পাকিস্তান সফরের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করা হবে। 

এদিকে মিজানুর রহমান বাবুল বাংলাদেশ ‘এ’ দলের কোচের দায়িত্ব পালন করবেন। এই সফরে পুরোপুরি স্থানীয় কোচিং স্টাফরা থাকবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |