• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

২০ বছর পর জয়ের দেখা পেল সান মারিনো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২০
সান মারিনো
ছবি-উয়েফা

বর্তমান ফিফা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে রয়েছে ইউরোপের দেশ সান মারিনো। সবশেষ ২০০৪ সালে আন্তর্জাতিক ম্যাচে জয় পেয়েছিল দেশটি। দীর্ঘ ২০ বছর পর জয়ের খরা কাটিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) নেশনস লিগের ম্যাচে লিখটেনস্টাইনকে ১-০ গোলে হারিয়েছে সান মারিনো।

এতে ১৪০ ম্যাচ পর জয়ের দেখা পেল সান মারিনো। মাঝে কিছু ম্যাচে ড্র করলেও এতদিন জয়বঞ্চিত ছিল চারদিকে ইতালি বেষ্টিত ৬১ বর্গ কিলোমিটারের দেশটি। ম্যাচের ৫৩ মিনিটে নিকো সেনসোলির গোলে জয় নিশ্চিত করে সান মারিনো।

বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ২১০ নম্বরে রয়েছে ৩৩ হাজার জনসংখ্যার দেশটি। তাদের পরে আর কোনো দেশ নেই। গত দুই দশকে দেশটি মাঠে নামাই ছিল হারের অপেক্ষা। শুধু দেখার বিষয় ছিল, তারা কয়টি গোল হজম করে।

এদিন ঘরের মাঠে হারবে কিংবা ড্র করবে দল এমন মনোভাব নিয়েই খেলা দেখতে এসেছিল দর্শকরা। কারণ, ম্যাচের আগে ফেবারিট ছিল লিখটেনস্টাইন। র‍্যাঙ্কিংয়ে সান মারিনো থেকে ১১ ধাপ এগিয়ে তারা। তবে ইতিহাসের সাক্ষী হয়েছে মাঠে দেখতে আসা দর্শকরা।

উয়েফা নেশনস লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে মলদোভার মুখোমুখি হবে সান মারিনো।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর জয়ের রেকর্ডে ভর করে শেষ আটে পর্তুগাল
ইসরায়েলের বিপক্ষে ড্র করেও শেষ আটে ফ্রান্স
উয়েফা থেকে কঠিন শাস্তি পেল বার্সেলোনা
সুপারসাব রোনালদোর আরও এক বিশ্বরেকর্ড