ঢাকা

জর্জির দুর্দান্ত সেঞ্চুরিতে উড়ছে দক্ষিণ আফ্রিকা, হতাশ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ , ০২:৫০ পিএম


loading/img
ছবি-এএফপি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়ারা। দুর্দান্ত ব্যাটিংয়ে রান তুলছেন প্রোটিয়া ব্যাটাররা। এতে উইকেট খরায় পুড়ছে স্বাগতিক বোলাররা।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৬ ওভারে ১ উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ১৩০ বলে ৬৫ রান করে ক্রিস্টান স্টাবস এবং ১৫২ বলে ১০১ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন টনি ডে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই প্রোটিয়া ব্যাটার এইডেন মারক্রাম এবং টনি ডে জর্জি। দুজনের ব্যাট থেকে আসে ৭৯ রান। ৫৫ বলে ৩৩ রান করে তাইজুলের প্রথম শিকার হন মারক্রাম।

বিজ্ঞাপন

তৃতীয় উইকেটে ক্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার জর্জি। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশনে ১০৯ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় সেশনে মাঠে নেমেই ফিফটি তুলে নেন টনি ডে। অপর প্রান্ত থেকে ১০৭ বলে ফিফটি তুলে নেন স্টাবস।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১৪৬ বলে সেঞ্চুরি তুলে নেন টনি ডে জর্জি। এই তার প্রথম টেস্ট সেঞ্চুরি। এতে দ্বিতীয় সেশনে ২৮ ওভার ব্যাট করে ৯৬ রান তুলতে পারে সফরকারীরা।

আরটিভি/এসআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |