যে কারণে ব্যালন ডি’অর জিততে পারেননি ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ , ০৩:৫৭ পিএম


ভিনিসিয়ুস
ছবি-এএফপি

২০২৪ ব্যালন ডি’অর রদ্রির হাতে উঠলেও আলোচনার মূল কেন্দ্রে ভিনিসিয়ুস জুনিয়র। পুরস্কার বিতরণীর কায়েক ঘণ্টা আগে পর্যন্ত সবাই জানতো, এই ব্রাজিলিয়ান সুপারস্টারের হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর। কিন্তু অনুষ্ঠান শুরু কিছুক্ষণ আগে জানা যায় ব্যালেন ডি’অর পাচ্ছেন না তিনি।

বিজ্ঞাপন

যে কারণে প্যারিসের থিয়েটার ডু শাঁটুতে পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে অংশ নেননি ভিনি। তার মতো একই কাজ করেছেন রিয়াল মাদ্রিদের বাকি সদস্যরাও। মূলত, দলের সেরা খেলোয়াড়ের ব্যালন ডি’অর না পাওয়ার বিষয়টি জানতে পেরে অনুষ্ঠানই বয়কট করেছেন তারা।

ভিনির পুরস্কার না জেতার পেছনে অনেকে রাজনীতির স্পর্শ আছে বলে মনে করছেন অনেক ফুটবলারই। যা মনে প্রান্তে বিশ্বাস করেন ভিনিসিয়ুসও। এই তথ্য উঠেছে স্প্যানিশ গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে।

বিজ্ঞাপন

ব্যালন ডি’অর না পাওয়ায় অনেকটা আক্ষেপে পুড়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে করা এক পোস্টে ভিনি লিখেছেন, এটা (ব্যালন ডি’অর) পেতে হলে আমাকে ১০ গুণ ভালো করতে হবে। এটা আমাকে দিতে তারা প্রস্তুত নয়।

ইঙ্গিতবহ পোস্ট করলেও সেটা কিছুতেই বোঝা যাচ্ছিলো না। রয়টার্সের পক্ষ থেকে এর মানে জানতে চাওয়া হলে তার ম্যানেজমেন্ট স্টাফদের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত বর্ণবাদের বিরুদ্ধে ভিনির লড়াইকেই এই বক্তব্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি তারা এটাও বিশ্বাস করেন, বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার বলেই পুরস্কার জেতা হয়নি ভিনির। 

বিজ্ঞাপন

যেখানে আরও বলা হয়েছে, ‘সিস্টেমের বিরুদ্ধে লড়াই করা কোনও খেলোয়াড়কে ফুটবল বিশ্ব মেনে নিতে এখনও প্রস্তুত নয়।’ ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা স্পেনে বেশ কয়েকবারই বর্ণবাদের শিকার হয়েছেন। যার মধ্যে কমপক্ষে দুটি মামলায় অপরাধ প্রমাণিত হয়েছে।  

বিজ্ঞাপন

ভিনি ব্যালন ডি’অর না জিতলেও বর্ষসেরা ক্লাবের স্বীকৃতি পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতায় বর্ষসেরা কোচ হয়েছেন কার্লো আনচেলত্তিও।    

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে একটিসহ আসরে ৬ গোল করেন ভিনিসিয়ুস। নির্বাচিত হন আসরের সেরা খেলোয়াড়।

এ ছাড়াও ২০২৩-২৪ মৌসুমে লা লিগায় ১৫ গোল করেন তিনি। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৪-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যাটট্রিকও করেছিলেন ভিনি। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission