• ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১
logo

শান্তকে নিয়ে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ 

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

  ১১ নভেম্বর ২০২৪, ১৭:০০
শান্ত
ছবি- বিসিবি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে যাচ্ছে আগামী ২২ নভেম্বর। এই সিরিজকে সামনে রেখে রোববার (১০ নভেম্বর) দল ঘোষণা করেছিল বিসিবি। যেখানে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু দল ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই বড় দুঃসংবাদ পেল টাইগাররা। ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন শান্ত।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে আঘাত পান শান্ত। এরপর আর মাঠে নামতে পারেননি তিনি। তার বদলে ফিল্ডিং করেছিলেন জাকির হোসেন। যার ফলে শান্ত যে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারবেন না তা আগে বোঝা গিয়েছিল। এবার ছিটকে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে।

এ নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, গতকাল শারজাহতে শান্তর এমআরই করা হয়। আমরা দলের ফিজিও এবং স্ক্যান রিপোর্ট পেয়েছি, তাতে নিশ্চিত হওয়া গেছে তার বাঁ কুচকিতে গ্রেড টু ধরনের স্ট্রেইন হয়েছে।

তিনি বলেন, শান্তর এখন বিশ্রাম ও পুনর্বাসন দরকার হবে। আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারবেন না তিনি। দুই সপ্তাহ পর আমরা আবারও তার অবস্থা পর্যবেক্ষণ করব। আমিরাত থেকে দেশে ফিরে সে তার পুনর্বাসন শুরু করবে।

সুতরাং, পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দিতে পারেন টাইগার অধিনায়ক।

অ্যান্টিগাতে প্রথম টেস্ট শুরু আগামী ২২ নভেম্বর। ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্ট, সেটি হবে জ্যামাইকায়। আফগানিস্তান সিরিজ খেলেই টেস্ট সিরিজের দলে থাকা খেলোয়াড়েরা সরাসরি চলে যাবেন উইন্ডিজে, বাকিরা যাবেন ঢাকা থেকে।

আরটিভি/এসআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাত ওভারের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিলো অস্ট্রেলিয়া
স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ায় পিজিবি
দেশে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৩০ লাখ, শনাক্তের বাইরে ৪৩ শতাংশ
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় আজারবাইজান