ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

দিবারাত্রি টেস্টের জন্য একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ০৩:২০ পিএম


loading/img
ছবি-এএফপি

ভারতের বিপক্ষে পার্থ টেস্টে বড় ব্যবধানে হেরেছিল অস্ট্রেলিয়া। শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে বর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় ও অ্যাডিলেট টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

দ্বিতীয় টেস্টে একাদশে একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। ইনজুরির কারণে দিবারাত্রির এই টেস্ট থেকে ছিটকে গেছেন হ্যাজেলউড। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন স্কট বোল্যান্ড। ২০২৩ সালের অ্যাশেজের পর আবারও একাদশে জায়গা পেলেন ৩৫ বছর বয়সী এই পেসার।

এদিকে ইনজুরির শঙ্কা থাকলেও দ্বিতীয় টেস্টে একাদশে রয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। তবে নেটে তাকে শুধু ব্যাট করতে দেখা গেছে। কথা ছিল, মার্শ না খেললে দলে অভিষেক হতে পারে বেন ওয়েবস্টারের। 

বিজ্ঞাপন

এদিকে দীর্ঘদিন ধরে ছন্দে নেই অজিদের তিন টপ অর্ডার ব্যাটার লাবুশেন, স্মিথ ও খাজা। তবে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তাদের উপরই ভরসা রাখছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট।

দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ 

প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান ম্যাকাসুইনি, উসমান খাজা, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |