নতুন চক্রে ১২টি টেস্ট খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ ও সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০২:৪৮ পিএম


বাংলাদেশ দল
ছবি: সংগৃহীত

২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে মোট ১২টি টেস্ট খেলবে বাংলাদেশ দল। প্রতিটি সিরিজই হবে দুই ম্যাচের। ছয়টি সিরিজের মধ্যে তিনটি হবে ঘরের মাঠে, বাকি তিনটি বিদেশে।  

বিজ্ঞাপন

বিদেশ সফরে সিরিজ:  
- শ্রীলঙ্কা  
- দক্ষিণ আফ্রিকা  
- অস্ট্রেলিয়া  

ঘরের মাঠে সিরিজ:  
- ইংল্যান্ড  
- ওয়েস্ট ইন্ডিজ  
- পাকিস্তান  

বিজ্ঞাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই আসরে টেবিলের তলানিতে থাকলেও, সদ্য শেষ হওয়া তৃতীয় চক্রে (২০২৩-২৫) নয় দলের মধ্যে সপ্তম হয় বাংলাদেশ। ১২ ম্যাচ খেলে ৪ জয় ও ৮ হারের স্বাদ পায় টাইগাররা। এই চক্রে পাকিস্তানের বিপক্ষে দু’টি, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১টি করে জয় পায় বাংলাদেশ।  

এই চক্রে বাংলাদেশের ম্যাচ সংখ্যা সবচেয়ে কম। শ্রীলঙ্কার সঙ্গে সমান ১২টি করে। অস্ট্রেলিয়া খেলবে সর্বোচ্চ ২২টি, ইংল্যান্ড ২১টি, ভারত ১৮টি ম্যাচ।

প্রথম তিন চক্রের পারফরম্যান্সে বাংলাদেশ ছিল তুলনামূলক দুর্বল হলেও, তৃতীয় আসরে উন্নতি করে তারা সপ্তম হয়। নতুন চক্রে বাংলাদেশ শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

চতুর্থ চক্রে বাংলাদেশের মত অন্য আট দলও সমান ছয়টি করে সিরিজ খেলবে। এর মধ্যে সবচেয়ে বেশি ২২টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ২১ টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এ ছাড়া ভারত ১৮টি, নিউজিল্যান্ড ১৬টি, দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ১৪টি, পাকিস্তান ১৩টি এবং শ্রীলংকা ১২টি করে ম্যাচ খেলবে। 

সবচেয়ে কম ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চতুর্থ চক্রে ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭১টি। সর্বমোট ২৭টি সিরিজ হবে। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission