রাতে মাঠে নামছেন সাকিব, মোবাইলে খেলা দেখবেন যেভাবে
হাম্বানটোটা বাংলা টাইগার্স ও জাফনা টাইটান্সের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে লঙ্কা টি-টেনের উদ্বোধনী আসর। এই টুর্নামেন্টে গল মার্ভেলসের হয়ে খেলবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামবে তার দল।
বুধবার (১১ ডিসেম্বর) দিনের শেষ ম্যাচে রাত ৯টায় কলম্বো জাগুয়ারসের বিপক্ষে খেলবে সাকিবের গল মার্ভেলস।
এই দলটিতে রয়েছে এক ঝাঁক তারকা ক্রিকেটার। অ্যালেক্স হেলেস, আন্দ্রে ফ্লেচার, লুক উড, জহুর খান, এবং কেসরিক উইলিয়ামসের মতো তারকাদের নিয়ে দল তৈরি করেছে গল।
গল মার্ভেলসের স্কোয়াড: আন্দ্রে ফ্লেচার, অ্যালেক্স হেলস, তাদিওয়ানাশে মারুমনি, সাদিশা রাজাপাকসে, সাকিব আল হাসান, স্যান্ডুন উইরাক্কোদি, বিনুরা ফার্নান্দো, জেফরি ভ্যান্ডারসে, লুক উড, কেসরিক উইলিয়ামস, মাহিশ থিকশানা (সি), জহুর খান, প্রবাথ জয়সুরিয়া, চামিনিংদু উইকিংডু এবং দুমিন্দু সেউমিনা।
যেভাবে দেখবেন খেলা
বাংলাদেশি ক্রিকেটভক্তদের সুখবর হলো এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ছাড়াও মোবাইলে ফানকোড অ্যাপ ব্যবহার করে এবং শ্রীলঙ্কা ক্রিকেটের ইউটিউব চ্যানেল থেকেও ম্যাচটি উপভোগ করা যাবে।
আরটিভি/এসআর/এস
মন্তব্য করুন