টি-টোয়েন্টিতে সাকিবের পাশে নাম লেখালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৫ , ০৭:৩২ পিএম


সাকিব-মোস্তাফিজ
ছবি- সংগৃহীত

চলমান বিপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মোস্তাফিজুর রহমান। সেরাটা না দিয়ে পারায় দলও প্লে-অফে উঠতে পারেনি। গ্রুপ পর্বের ১২ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। দল ব্যর্থ হলেও একটা সুখবর পেয়েছেন মোস্তাফিজ।

বিজ্ঞাপন

বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন এই পেসার। তার উপরে রয়েছেন সাকিব আল হাসান। ৪৪৪ ম্যাচে ৪৯২ উইকেট শিকার করেছেন দেশসেরা এই ক্রিকেটার।

শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামা খুলনা টাইগার্সের বিপক্ষে ক্যারিয়ারের ৩৫০ উইকেট পূর্ণ করেন ঢাকা ক্যাপিটালসের এই পেসার।

বিজ্ঞাপন

খুলনার বিপক্ষে খেলতে নামার আগে টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বোলিং রেকর্ড ছিলো ২৮০ ম্যাচে ৩৪৮ উইকেট। এই ম্যাচে ঢাকার সফল বোলার ছিলেন ফিজ। ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট নেন তিনি। ২ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মুস্তাফিজ।

২৮১ ম্যাচের ২৭৯ ইনিংসে ৭৬২৫ রান দিয়ে ৩৫১ উইকেট নিয়েছেন ফিজ। ইনিংসের চারবার ৫ উইকেট নেন ফিজ। সেরা বোলিং ১০ রানে ৬ উইকেট। এর মধ্যে জাতীয় দলের হয়ে ১০৬ ম্যাচে ১৩২ উইকেট আছে মোস্তাফিজের। 

আরটিভি/ এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission