ঢাকাSunday, 13 April 2025, 30 Choitro 1431

কারও কাছে ধর্ম চর্চা, কারও কাছে ব্যবসা

সাকিব হাওলাদার

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ , ১১:৩০ পিএম


টাচ ফোন ৩০ টাকা বাটন ফোন ২০ টাকা, এটাই ব্যবসার ব্যতিক্রমী পন্থা। ইজতেমার মাঠ কারও কাছে পবিত্র স্থান তো কারও কাছে নতুন ব্যবসার মন্ত্র। কেউ বসিয়েছেন মেলা, কেউ আবার খুলেছেন মোবাইল চার্জিংয়ের অস্থায়ী দোকান। বিশ্ব ইজতেমার ময়দান হয়ে উঠেছে যেনো এক ব্যবসা কেন্দ্র।

বিজ্ঞাপন

হাজার হাজার মানুষের গন্তব্য এখন টঙ্গীর তুরাগ তীর। যেখানে শুরু হয়েছে ৫৭তম বিশ্ব ইজতেমার আসর। আর এখানেই সমাগম ঘটেছে দেশ বিদেশের লক্ষাধিক মুসল্লির। কিন্তু এত বিশাল আয়োজনের মাঝে মোবাইল চার্জ করানো নিয়ে সমস্যায় পড়তে হয় মুসল্লিদের। আর এই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় বাসিন্দরা গড়ে তুলেছেন অস্থায়ী মোবাইল চার্জিং স্টেশন নামের অভিনব ব্যবসা। 

দোকান মালিকরা জানান, মুসল্লিদের সুবিধার্থেই চালু করা হয়েছে এই সেবা। প্রায় ২০০ থেকে ২৫০ চার্জার এনে চালু করেছেন অস্থায়ী চার্জিং ব্যবস্থা, যেখানে কাঁচের র‌্যাকে মোবাইল চার্জ দিয়ে সবাইকে দেওয়া হয় টোকেন, যেন নিরাপত্তার সঙ্গে দেওয়া যায় চার্জ।

বিজ্ঞাপন

ইজতেমা ময়দানে মোবাইল চার্জের ব্যবস্থা ভালো হলেও, চার্জিং ফি কিছুটা বেশি বলে মনে করছেন মুসল্লিরা। তারা বলছেন, চার্জ শেষ হয়ে গেলে চার্জ দেওয়া যায়, এটা খুব ভালো একটা ব্যবস্থা। এখানে অনেককে দেখলাম এই ব্যবসাটা করছে। কিন্তু আমার মনে হয় টাকার অংকটা কিছুটা কমানো যেতে পারে।    

একদিকে যেখানে প্রার্থনায় মুখরিত থাকেন লাখো মানুষ, অন্যদিকে সেখানেই মুসল্লিদের সুবিধার নামে কেউ করে যাচ্ছে ব্যবসা। এভাবেই প্রয়োজন ও সংকটের সমাধানে এগিয়ে আসার নামে চলে নিত্য নতুন পন্থা।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |