বছরের শেষ টি-টোয়েন্টি জিতে সিরিজ নিউজিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ০৭:৩৫ পিএম


বছরের শেষ টি-টোয়েন্টি জিতে সিরিজ নিউজিল্যান্ডের
ছবি- সংগৃহীত

বছরের শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের জন্য লক্ষ্য ছিল ১৮৭ রানের। শেষ ৫ ওভারে ৬০ রান দুরেই জয় অপেক্ষা করছিল। তার ওপর হাতে ৭ উইকেট। কিন্তু নিউজিল্যান্ডের বোলারদের তাণ্ডবে তছনছ হলো লঙ্কান শিবির। ১৯.১ ওভারে ১৪১ রানে অলআউট হয়ে হেরেছে ৪৫ রানে। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে এগিয়ে থেকে জয় নিশ্চিত করল স্বাগতিক নিউজিল্যান্ড। নেলসনে আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

মাউন্ট মঙ্গানুইতে সোমবার (৩০ ডিসেম্বর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এক জয়ের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় এদিন ব্যাট হাত নিষ্প্রভ ছিল লঙ্কানরা। পাওয়ার প্লেতে এক উইকেটের বিনিময়ে ৪৪ রান করে। মাত্র ১০ রানে ওপেনার কুশাল মেন্ডিসকে হারায় কিউই অধিনায়ক স্যান্টনারের বলে। এরপর পাথুম নিশাঙ্কা ও কুশাল পেরেরা কিছুটা লড়াই চালিয়ে যান। পঞ্চম ওভারে জ্যাকব ডাফির আঘাতে ৩৭ রানে নিশাঙ্কা সাজঘরে ফেরেন। দশম ওভারে কামিন্দু মেন্ডিস ৭ নিয়ে ফেরেন ব্রেসওয়েলের বলে, মার্ক চ্যাপম্যানের কাছে ক্যাচ দিয়ে।    

বিজ্ঞাপন

১৬তম ওভারে কিউই পেসার জ্যাকব ডাফি ফিরিয়েছেন ৩৫ বলে ৪৮ করা কুশল পেরেরাকে। পরের ওভারে মিচেল স্যান্টনার ফেরান ১৬ বলে ২০ রান নেয়া চারিত আসালাঙ্কাকে। ডাফি ১৮তম ওভারে  ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহীশ তিকশানাকে ফেরান মাত্র ৪ রান বিলিয়ে। পরের ৭ বলে মাত্র ১ রানে বাকি ৩ উইকেট হারিয়ে অলআউট হয় সফরকারীরা। ১৯তম ওভারে ২ বলে ২টি উইকেট নেন ম্যাট হেনরি। অলআউট করার কাজটি সেরেছেন জাকারি ফোকস।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা কিউইদের শুরুটাও ছিল শ্রীলঙ্কার মতোই। তৃতীয় ওভারে রাচিন রবীন্দ্রকে হারানোর পর পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৪৮ তুলেছে নিউজিল্যান্ড। মার্ক চ্যাপম্যান ও টিম রবিনসনে ১০ ওভারে সেই স্কোর ১ উইকেটে ৭৬।

চ্যাপম্যান ও গ্লেন ফিলিপসে ১৪.৩ ওভারে ১২২ রান পেয়ে যায় নিউজিল্যান্ড। ২৯ বলে ৪২ রানে চ্যাপম্যান ও ১৬ বলে ২৩ রানে আউট হন ফিলিপস। মিচেল হে ছয়ে নেমে এরপর শেষ ৫ ওভারে কিউইদের এনে দেন ৬২ রান। সেই পথে ড্যারিল মিচেল ১৫ বলে ১৮ করে আউট হওয়ার পর ষষ্ঠ উইকেটে মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে ১৫ বলে অবিচ্ছিন্ন ৪১ রানের জুটি গড়েন মিচেল হে। 

শ্রীলঙ্কার হয়ে ২৮ রানে ২ উইকেট নেন হাসারাঙ্গা। ১টি করে উইকেট নুয়ান তুষারা ও মাতিশা পাতিরানার।

বিজ্ঞাপন

ডাফি ১৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ার–সেরা বোলিং করলেও ম্যাচসেরা মিচেল হে।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৮৬/৫ (চ্যাপম্যান ৪২, হে ৪১*, রবিনসন ৪১; হাসারাঙ্গা ২/২৮, তুষারা ১/২৫, পাতিরানা ১/৩৭)

শ্রীলঙ্কা: ১৯.১ ওভারে ১৪১ (পেরেরা ৪৮, নিশাঙ্কা ৩৭, আসালাঙ্কা ২০, মেন্ডিস ১০; ডাফি ৪/১৫, হেনরি ২/৩১, স্যান্টনার ২২/২)

ফল: নিউজিল্যান্ড ৪৫ রানে জয়ী।

ম্যাচসেরা: মিচেল হে।

সিরিজ: তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২-০–তে এগিয়ে।

আরটিভি/এমএম-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.