ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে নাইজেরিয়ার ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ , ০৩:৪৭ পিএম


loading/img
ছবি- আইসিসি

মালয়েশিয়া পর্দা উঠেছে অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরের। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিয়েছে নাইজেরিয়া। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল দলটি। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করে ইতিহাস গড়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে নামা দলটি। শক্তিশালী নিউজিল্যান্ডকে ২ রানে হারিয়েছে আফ্রিকা মহাদেশের দলটি।

বিজ্ঞাপন

সোমবার (২০ জানুয়ারি) বৃষ্টি বাঁধায় নাইজেরিয়া ও নিউজিল্যান্ড ম্যাচটির দৈর্ঘ্য কমে নেমে আসে ১৩ ওভারে। আগে ব্যাট করতে নেমে ৬৫ রান তুলতে পারে নাইজেরিয়া। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৬৩ রান তুলতে পারে কিউইরা। এতে ২ রানের জয় পায় নাইজেরিয়া। এটি তাদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড।  ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার কেট আরউইন। তৃতীয় ওভারে আউট হন আরেক ওপেনার এমা ম্যাকলয়েড। ইভ ওল্যান্ড, আনিকা টডেরা মোটামুটি রানের দেখা পেলেও ডট বলের কারণে ১৭ রানের ব্যবধানে ৩ উইকেট চলে গেলে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। 

বিজ্ঞাপন

শেষ দুই ওভারে দলটার দরকার ছিল ১৭ রান। সে ওভারে নিউজিল্যান্ড অধিনায়ক টাশ ওয়েকেলিনের ব্যাটে আসে ৮ রান। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল তাদের। তবে উদেহর ওভারে ৬ রানের বেশি তুলতে পারেনি কিউইরা। শেষ পর্যন্ত ২ রানের জয় পায় নাইজেরিয়া। 

এর আগে, ব্যাট করতে নেমে নাইজেরিয়া অধিনায়ক পিটি লাকি আর লিলিয়ান উদেহর অবদানে ভর করে ৬ উইকেট খুইয়ে তোলে ৬৫ রান। পিটি লাকি করেছেন ১৮ রান। আর ২৫ বলে ১৯ রান লিলিয়ান উডের। 

আরটিভি/এসআর/এস

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |