আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫ , ০৮:৪৫ পিএম


গাপটিল
ছবি- এএফপি

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ধোনিকে রান আউট করে নায়ক বনে গিয়েছিলেন মার্টিন গাপটিল। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতেও খেলার সম্ভাবনা নেয় এই কিংবদন্তি ব্যাটারের। তাই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

অবসরের ঘোষণায় গাপটিল বলেন, কিশোর বয়স থেকে নিউজিল্যান্ডের জার্সিতে খেলার স্বপ্ন দেখেছি। নিজ দেশের হয়ে ৩৬৭টি ম্যাচ খেলার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের। দলের সঙ্গে কাটানো স্মৃতি আমি আজীবন মনে রাখব। 

তিনি বলেন, আমার উত্থান-পতনে লরা আমার সবচেয়ে বড় সমর্থক ছিলেন। নিউজিল্যান্ড এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের ভালোবাসা আমি কখনও ভুলব না।

বিজ্ঞাপন

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেন পার্কে অভিষেক হয় গাপটিলের। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন তিনি। এরপর ২০১৫ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ২৩৭ রানের রেকর্ড ইনিংস খেলেন, যা এখনও ওয়ানডে বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান।

এ ছাড়াও ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৯ রান এবং ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১৮০ রান। ব্ল্যাক-ক্যাপসদের হয়ে ৩৬৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে গাপটিল গড়ে তুলেছেন এক অসাধারণ ক্যারিয়ার।

ওয়ানডেতে ১৯৮ ম্যাচ খেলে তার সংগ্রহ ৭৩৪৬ রান, যেখানে রয়েছে ১৮টি সেঞ্চুরি এবং ৩৯টি ফিফটি। ১২২ টি-টোয়েন্টি ম্যাচে গাপটিল ১৩৫.৭০ স্ট্রাইকরেটে ৩৫৩১ রান করেছেন, যা নিউজিল্যান্ডের সর্বোচ্চ। টেস্ট ক্রিকেটেও তিনি ৪৭ ম্যাচে ২৫৮৬ রান করেছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission