আমি লিটনের বড় ভক্ত, ১০ রান করলেও তাকে দলে চাই: সুজন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫ , ০৫:৫৭ পিএম


লিটন কুমার দাস
ছবি- সংগৃহীত

এবারের বিপিএলকে সামনে রেখে লিটন দাসকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে দল টানা চার ম্যাচ হারলেও ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি লিটন। তবুও লিটনকে দলে চান বলে জানিয়েছেন ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন।

বিজ্ঞাপন

সিলেটে গণমাধ্যমের সঙ্গে আলাপে সুজন বলেন, আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটারদের একজন সে, বাংলাদেশের ক্রিকেটে। যদিও সবাই বারবার আমাকে বলে, তবে আমি বারবারই বলব, লিটন ১০ রান করলেও দলে রাখতে চাই। কারণ, লিটনের এত বড় ভক্ত আমি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম চার ম্যাচে লিটন দাসের রান ৩১, ০, ২ ও ৯। এককথায় ব্যাট হাতে নিজেকে খুঁজছেন এই ব্যাটার। 

বিজ্ঞাপন

লিটনের পারফরম্যান্স নিয়ে এই কোচ বলেন, তার একটা ব্যাডপ্যাচ যাচ্ছে। সবারই যায় এটা। একটা ভালো ইনিংস দরকার। ভালো শুরু করেছিল প্রথম ম্যাচে। টি-টোয়েন্টির বিচারে স্ট্রাইক রেটের দিক থেকে খুব বড় ইনিংস নয়, তার পরও… ওর ব্যাটিং দেখলে ওই ৩০ রান দেখতেও ভালো লাগে। 

‘তখন ভাবলাম যে, ৩০ করেছে, তাহলে দারুণভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু পরের দুটি ম্যাচে ব্যর্থ হলো। ও নিজেও জানে… বিশেষ করে শেষ ম্যাচে যখন স্পিনে মারতে গিয়ে আউট হলো, কতটা বাজে বলে আউট হলো, নিজেও জানে। আমার বলার দরকার নেই।’

বিজ্ঞাপন

লিটনের অফ ফর্মের কারণে ঢাকার নেতৃত্ব উঠেছে থিসারা পেরেরার কাঁধে। তবুও রানে ফিরতে পারছেন না এই ডান হাতি ব্যাটার। এ নিয়ে ঢাকা কোচ বলেন, দেশি অধিনায়ক হলে ভালো হতো হয়তোবা, এটা তো আমি বলতে পারব না…। অবশ্যই চাওয়া তো ছিলই, যেহেতু লিটন ভালো করছিল টি-টোয়েন্টি অধিনায়কত্ব। 

‘তবে এটা একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, আবাহনী ক্লাব নয়। এখানে উনাদেরও (দলের মালিকপক্ষ) একটা কথার মূল্য থাকে। উনারা চেয়েছেন থিসারা হোক (অধিনায়ক)। উনারা এটাও চেয়েছেন, লিটন যেন চাপহীন খেলেন। লিটনের কাছ থেকে যেন সেরা সার্ভিসটা পাই।’

আরটিভি/এসআর
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission