ঢাকাসোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

যে কারণে বিপিএলে না খেলার হুমকি দিলেন বরিশাল মালিক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:৪৩ পিএম


loading/img
ছবি-ফেসবুক

চলমান বিপিএলের প্রথম সেমিফাইনালে চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। শিরোপা ধরে রাখার ম্যাচে মাঠে নামার আগে রীতিমতো হুমকিই দিয়ে বসেছেন দলটির মালিক মিজানুর রহমান। বিপিএলের নানা অনিয়মের সঠিক বিচার না করলে আগামী আসরে দল না রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

নানা আলোচনা আর বিতর্ক দিয়ে শেষ হতে চলেছে বিপিএলের ১১তম আসর। শেষ দিকে আরও একটি কলঙ্ক গাঁয়ে মাখলো ফারুক আহমেদে আমলের প্রথম বিপিএল। স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে বেশ কয়েকজন ক্রিকেটারের উপর।

 যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বা দুর্নীতি দমন সংস্থা (আকসু) এখনো কোনো আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি। 

বিজ্ঞাপন

এসব বিষয়ে বিসিবিকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান। তার ভাষ্য, এটা কোনো কথা হতে পারে না। আমরা চাচ্ছি যে এটার বিচার হোক ও তারা শাস্তি পাক। এটা যদি না করেন তাহলে দেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। আপনাকে এর বিরুদ্ধে অ্যাকশন নিতেই হবে, সে যত বড় মানের খেলোয়াড়ই হোক, যত বড় মানের ফ্র্যাঞ্চাইজিই হোক না কেন। 

বিচার না হলে বিপিএলের আগামী আসরে দল রাখা নিয়ে তিনি বলেন, এটার বিচার না হলে আমাদের মতো মানুষ থাকবে না। একেবারে সোজা কথা। কারণ আমাদের বাড়ি বিক্রি করে খেলা চালাতে হয়, আর অন্যরা খেলা চালায় ফিক্সিং করে।

বিপিএলের এবারের মতো এত বিতর্কিত আসর আর কবে হয়েছে, তা নিয়ে সন্দেহ আছে। এই আসরে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি করেছে দুর্বার রাজশাহী, সঙ্গে চিটাগং কিংসও। পেমেন্ট না পাওয়ায় রংপুর ম্যাচ বয়কট করেছিল রাজশাহীর ক্রিকেটাররা। এতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন বরিশালের মালিক।

বিজ্ঞাপন

মিজানুর রহমান বলেন, যা হয়েছে এমনটা হওয়া উচিত হয়নি। কাউকে দল দেওয়ার সময় দেখা উচিৎ ছিল তার সামর্থ্য আছে কি না। এটা নিয়ে আসলে কথা বলারও ইচ্ছা নেই, খুবই লজ্জাজনক ঘটনা। এর প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। বরিশালের কাছে কোনো বিদেশি খেলোয়াড় অন্তত অগ্রিম টাকা চায়নি। এবার চেয়েছে। বুঝতেই পারছেন বাংলাদেশের ভাবমূর্তি কতটা ক্ষুণ্ন হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |