চ্যাম্পিয়নস ট্রফির আগ মুহূর্তে অবসর ঘোষণা স্টয়নিসের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ , ০৩:১৫ পিএম


স্টয়নিস
ছবি- সংগৃহীত

আর মাত্র দুই সপ্তাহ পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। এই টুর্নামেন্টকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। কিন্তু এর মধ্যেই অবসরের ঘোষণা দিয়েছেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।
 
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অবসর নেওয়া কথা জানিয়েছেন এই তারকা ক্রিকেটার।
 
অবসর নিয়ে স্টয়নিস বলেন, অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা একটি অসাধারণ যাত্রা ছিল। আমি সব মুহূর্তের জন্য কৃতজ্ঞ। দেশের প্রতিনিধিত্ব করা একটি গর্বের বিষয়, যা আমি সব সময় মনে রাখব।
 
তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে আমি মনে করি, এটি সঠিক সময় ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর। আমি এখন আমার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে সম্পূর্ণ মনোযোগ দিতে চাই। রন (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) এর সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। তার সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। পাকিস্তানে (অস্ট্রেলিয়া) দলের জন্য আমি সমর্থন জানিয়ে যাব।
 
গত বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না স্টয়নিস। তবে ক্যামেরন গ্রিনের অনুপস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে ওয়ানডে ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
 
এ নিয়ে হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, স্টয়নিস গত এক দশকে আমাদের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। সে শুধু অমূল্য খেলোয়াড়ই নন, দলে একজন অসাধারণ মানুষও। তার নেতৃত্বের গুণাবলী ও জনপ্রিয়তা উল্লেখযোগ্য। তার ওয়ানডে ক্যারিয়ার ও সব অর্জনের জন্য তাকে অভিনন্দন জানানো উচিত।
 
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া স্কোয়াডে ছিলেন স্টয়নিস। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বল হাতে দারুণ ভূমিকা রেখেছিলেন। বিশ্বকাপের পর মাত্র একটি ওয়ানডে খেলেছিলেন এই অলরান্ডার। সেটিও পাকিস্তানের বিপক্ষেই।
 
অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি ওয়ানডে ম্যাচে ২৬.৬৯ গড় নিয়ে ১ হাজার ৪৯৫ রান করেছেন তিনি। সেরা ইনিংস ছিল ২০১৭ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১৪৬ রান। বোলিংয়ে তিনি ৪৩.১২ গড়ে ৪৮টি উইকেট নিয়েছেন স্টয়নিস।
 
এদিকে কয়েকদিন আগে ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিচেল মার্শ। আর অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়েও শঙ্কা কাটেনি। এর মধ্যেই স্টয়নিসের অবসর ঘোষণা, তাই নিশ্চিতভাবেই বলা যায় চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে বড় পরিবর্তন আসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার।
 
আরটিভি/এসআর/এআর
 
 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission