দীর্ঘ ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করল পাকিস্তান। তবে ভারতের কারণে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের তিনটি ম্যাচসহ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ আয়োজন করতে পারেনি দেশটির। এর মাঝে পুরস্কার বিতরণীর মঞ্চে পাকিস্তানের কেউ না থাকায় সমালোচনা শুরু হয়েছে।
অন্তত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভিকে আশা করেছিলেন অনেকেই। কিন্তু সেখানে ছিলেন না তিনি। আইসিসি চেয়ারম্যান জয় শাহ, ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রধান রজার বিনি, সেক্রেটারি দেবজিত সাইকিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর রজার টুজকে দেখা যায় মঞ্চে।
পিসিবি প্রধানের না থাকার বিষয়ে পিসিবির সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে পূর্বের প্রতিশ্রুতি থাকায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুবাইয়ে যেতে পারেননি। কিন্তু ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করার জন্য পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছিল।
দুবাইয়ে পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে। কিন্তু তাকে অনুষ্ঠানে ডাকা হয়নি। সূত্রের বরাতে পিটিআই জানিয়েছে, ভুল বোঝাবুঝি কিংবা অনুষ্ঠান আয়োজনে জড়িত ছিলেন যারা তাদের সঙ্গে যোগাযোগে ঘাটতির কারণে তিনি বাদ পড়েছেন সম্ভবত।
বিসিসিআই সভাপতি বিনি শিরোপা জেতা ভারতীয় দলের সদস্যদের সাদা জ্যাকেট পরিয়ে দেন। ম্যাচ অফিসিয়ালদের পদকও তুলে দেন তিনি। আর রোহিত শর্মার দলকে মেডেল ও ট্রফি তুলে দেন আইসিসি চেয়ারম্যান জয়।
আরটিভি/এসআর/এআর