ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে দর্শক ঢুকলে যেভাবে মোকাবিলা করবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫ , ০৫:৫৬ পিএম


loading/img
ছবি: এএফপি

দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসর। ৩০ বছর পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে কোনো আইসিসির কোনো টুর্নামেন্টের। তাই এই আসরে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শুরু থেকেই পরিকল্পনা করে আসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

বিজ্ঞাপন

অনেক সময় দেখা যায় খেলার মাঝেই প্রিয় খেলোয়াড়কে একবার ছুয়ে দেখতে মাঠে ঢুকে পড়ে দর্শকরা। তাই চ্যাম্পিয়নস ট্রফি এমন ঘটনা যেন না ঘটে সেজন্য লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে একটি মহড়া চালিয়েছে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান ভেন্যু হিসেবে বেছে নিয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম। টুর্নামেন্টের আগে এই তিনটি স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে। 

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজ খেলা হবে। সিরিজে অংশ নেবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। সিরিজ শুরুর আগে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে মাঠে অতি উৎসাহী সমর্থক ঢুকে পড়লে পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে সেই বিষয়ে গাদ্দাফি স্টেডিয়ামে একটি মহড়া দেওয়া হয়েছে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।  

আগামী ১৯ ফেব্রুয়ারি ৮ দলের টুর্নামেন্ট মাঠে গড়াবে। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। খেলা হবে মোট ৪ ভেন্যুতে। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডির সঙ্গে অপরটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই।

আট দলের লড়াইয়ে গ্রুপপর্বে মোট ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশ গ্রহণকারী দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ-তে রয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।

বিজ্ঞাপন

 

আরটিভি/এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |