ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

জুলাই আন্দোলনে নিহত রিয়া গোপের নামে মহিলা ক্রীড়া কমপ্লেক্স

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০৪:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বাসার ছাদে থাকলেও গুলি লাগে রিয়া গোপ নামক সাড়ে ছয় বছরের একটি শিশুর মাথায়। কয়েকদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে শিশুটি। তার এই মৃত্যু সবাইকে কাঁদিয়েছিল। সেই রিয়ার স্মরণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম।

সাবেক প্রধানমন্ত্রীর পরিবারের নামে থাকা স্থাপনা গুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এবার ধানমন্ডিতে অবস্থিত সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদল করা হয়েছে। নতুন নামকরণ হয়েছে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। 

বিজ্ঞাপন

এদিকে, ঢাকার জাতীয় স্টেডিয়ামের সামনে থাকা রোলার স্কেটিং কমপ্লেক্সের নাম শেখ রাসেল বাদ দিয়ে ‘জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স’ করা হয়েছে। তেমনি রমনায় অবস্থিত টেনিস কমপ্লেক্স শেখ জামাল বাদ দিয়ে ‘জাতীয় টেনিস কমপ্লেক্স’ করা হয়েছে। 

জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে রাখা হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’।

আরটিভি/এসআর

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |