ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পুরস্কার বিতরণীর মঞ্চেও ভারতীয়দের আধিপত্য, নেই পাকিস্তানের কেউ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১০ মার্চ ২০২৫ , ০১:৩২ পিএম


loading/img
ছবি: এএফপি

কাগজে-কলমে চ্যাম্পিয়নস ট্রফির নবম আসরের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু আয়োজকদের থেকে বেশি সুবিধা ভোগ করেছে ভারত। তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে। একই মাঠে খেলার সুবিধা পেয়েছে তারা। অন্যদিকে আয়োজক হয়েও গ্রুপ পর্বের তিনটি ম্যাচসহ সেমিফাইনাল ও ফাইনাল আয়োজন করতে পারেনি তারা।

বিজ্ঞাপন

প্রায় ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হয়ে ফাইনাল আয়োজন করতে না পারা পাকিস্তানের জন্য হতাশারই বটে। তবে এরচেয়ে বড় কাণ্ড ঘটে গেছে ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। 

চ্যাম্পিয়নস ট্রফি পুরস্কার বিতরণী পর্বে দেখা পাওয়া যায়নি কোনো পিসিবির কোনো কর্তাকে। অন্তত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভিকে আশা করেছিলেন অনেকেই। কিন্তু সেখানে ছিলেন না তিনি। বরং ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই প্রধান রজার বিনিকে দেখা গেল হাসিমুখে। সঙ্গে ছিলেন জয় শাহ। 

বিজ্ঞাপন

বিসিসিআই প্রধান রজার বিনিই তার দলের খেলোয়াড়দের চ্যাম্পিয়ন কোর্ট পরিয়ে দিচ্ছিলেন। এ জন্য পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিক্রিয়া জানিয়েছেন। বিষ্ময় প্রকাশ করেছেন আরেক সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। 

নিজের অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে শোয়েব আখতার বলেন, খুব অদ্ভুত একটা ব্যাপার দেখলাম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজনও ওখানে ছিলেন না। অথচ পাকিস্তানই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক।

তিনি আরও বলেন, পাকিস্তানের একজন মানুষকেও ওখানে দেখলাম না। ব্যাপারটা বুঝতেই পারছি না। কেউ কেনো ট্রফি দিতে এলেন না? প্লিজ এটা নিয়ে ভাবুন। বিশ্বমঞ্চে তো আপনাদের থাকতে হবে। কিন্তু দুঃখজনক যে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজনকেও সেখানে দেখলাম না। আমরা এটার আয়োজক, অথচ আমাদের কেউই নেই।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |