সদ্য শেষ হওয়া চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের কাছে বাজেভাবে হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। সেই ক্ষত না শুকাতেই মাঠে নামার প্রস্তুতি নিতে হচ্ছে কিউইদের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
আর এই সিরিজের জন্য মঙ্গলবার (১১ মার্চ) ১৫ সদস্যে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাইকেল ব্রাসওয়েল।
এই টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইদের নেতৃত্ব দেওয়া মিচেল স্যান্টনারকে। এ ছাড়াও আইপিএলের কারণে নেই রাচিন রাবিন্দ্রা, গ্লেন ফিলিপস, ডেভন কনওয়ে ও লকি ফার্গুসেনরা।
এ ছাড়াও চ্যাম্পিয়নস ট্রফির ক্লান্তি দূর করতে পাঁচ ম্যাচের সিরিজের শেষ দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে কাইল জেমিসন ও উইল ও’রুক। আর শেষের দুই ম্যাচে যুক্ত করা হয়েছে ইনজুরির কারণে ফাইনাল খেলতে না পারা ম্যাট হেনরি ও জাকারি ফাউলকসকে।
আগামী ১৬ মার্চ মাঠে গড়াবে প্রথম টি-টোয়েন্টি। আর ১৮ মার্চ হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ২১, ২৩ ও ২৬ মার্চ। এরপর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড
মাইকেল ব্রাসওয়েল (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জাকারি ফাউলকস (৪র্থ ও ৫ম ম্যাচ), মিচেল হে, ম্যাট হেনরি (৪র্থ ও ৫ম ম্যাচ), কাইল জেমিসন (১ম, ২য় ও ৩য় ম্যাচ), ড্যারিল মিচেল, জেমস নিশাম, উইল ও’রুর্ক (১ম, ২য় ও ৩য় ম্যাচ), টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি
আরটিভি/এসআর/এস