হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবল নিয়ে নতুন স্বপ্ন দেখছেন দর্শকরা। তাই এই তারকা ফুটবলারকে বরণ করে নিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হাজির হয়েছে তারা। আর দেশের মাটিতে পা রেখেই তার অভিষেক ম্যাচে জয় এনে দেওয়া কথা জানিয়েছেন এই হামজা।
সোমবার (১৭ মার্চ) সকালে হামজার আগমন উপলক্ষে সিলেট বিমানবন্দর এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এসবের মাঝেও বিপুল পরিমাণ ফুটবল ভক্ত হাজির হন ওই এলাকায়। ব্যানার, প্ল্যাকার্ড দিয়ে তারা হামজার নামে স্লোগান তুলেন।
স্লোগান আর করতালির মাঝেই সংবাদ মাধ্যমের সামনে হাজির হন তিনি। তার কাছে শুরুতে ইংরেজিতে প্রত্যাশার কথা জানতে চান এক সাংবাদিক। হামজার উত্তরের পর দাবি ওঠে বাংলায় কথা বলার।
পরে স্থানীয় সিলেটি ভাষায় তিনি বলেন, ‘ইনশাল্লাহ আমরা উইন খরমু। আমি কোচ হ্যাভিয়ের কাভরেরার লগে মাতছি বহুত্তা। আমরা উইন খরিয়া প্রগ্রেস করতাম ফারমু। (ইনশাল্লাহ আমরা জিতব। আমি কোচ হ্যাভিয়ের কাবরেরার সঙ্গে অনেক কিছু আলাপ করেছি। আমরা জিতে পরের ধাপে যেতে পারব)।’
দীর্ঘ কয়েক বছরের প্রক্রিয়া শেষে গত বছর বাংলাদেশের হয়ে খেলার অনুমোদন পান হামজা। আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইতে ভারতের বিপক্ষে অভিষেক হবে এই তারকার। এই ম্যাচটি খেলতেই তিনি দেশে এসেছেন।
সিলেট বিমানবন্দর থেকে গাড়ি যোগে হামজা যাবেন হবিগঞ্জের বাহুবলে স্নানঘাট গ্রামে। সেখানে তার বাবার বাড়ি। পরিবারের সবাইকে নিয়ে গ্রামে কাটাবেন এক রাত।
তার আগমণ উপলক্ষে ওই এলাকা পুরো সেজে উঠেছে। স্থানীয় এলাকায় এতিমদের নিয়ে ইফতার মাহফিল করার পর মঙ্গলবার ঢাকায় আসবেন হামজা। একদিন অনুশীলনের পর বাংলাদেশ দলের সঙ্গে শেফিল্ড ইউনাইটেড তারকা যাবেন শিলং।
আরটিভি/এসআর/এস