সার্বিয়ায় আন্দোলনে ছাত্রদের পাশে দাঁড়ালেন জোকোভিচ 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৬ মার্চ ২০২৫ , ০৭:০৫ পিএম


সার্বিয়া
ছবি: এএফপি

গত ১৫ নভেম্বর সার্বিয়ার নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৫ জন নিহত হন। এ ঘটনার পর দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। সে সময় সার্বিয়ার ছাত্রদের পাশে নিজের অবস্থান জানান দিয়েছিলেন দেশটির ক্রীড়াজগতের সবচেয়ে বড় তারকা নোভাক জোকোভিচ।

বিজ্ঞাপন

শনিবার (১৫ মার্চ) ‘ফিফটিন ফর ফিফটিন’ স্লোগান নিয়ে রাস্তায় নেমে আসেন দেশটির মানুষ। সরকারি হিসেব বলছে রাজধানী বেলগ্রেডের রাস্তায় নেমেছে ১ লাখের বেশি মানুষ। তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-এর এক সূত্রের দাবি, সার্বিয়ার রাস্তায় রাতে জড়ো হয়েছিলেন ৩ লাখ ২৫ হাজার মানুষ। 

যার নেতৃত্বে ছিল দেশটির ছাত্রসমাজ। আর সেই আন্দোলনের পাশে নিজের আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন সার্বিয়ার ক্রীড়াজগতের সবচেয়ে বড় তারকা নোভাক জোকোভিচ। টেনিস মাঠের এই কিংবদন্তি বুঝিয়ে দিলেন, কেবল মাঠেই থেমে নেই তার পদচারণা। দরকারে থাকতে পারেন সাধারণ মানুষের পাশে। 

বিজ্ঞাপন

Screenshot_2025-03-16_190433

নিজের ভেরিফায়েড ইন্সটাগ্রামে আন্দোলনের ছবি এবং ভিডিও স্টোরি দিয়েছেন। তাতে লিখেছেন ‘ইতিহাস! অসাধারণ’। টেনিসের ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধ ক্যারিয়ার নোভাক জোকোভিচের। নামের পাশে ২৪ গ্র্যান্ডস্ল্যাম। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে দেশের হয়ে জিতেছেন স্বর্ণপদক।

MixCollage-16-Mar-2025-06-54-PM-7636

বিজ্ঞাপন

বিক্ষোভকারীদের দাবি, তারা এমন এক রাষ্ট্র চান যা সঠিকভাবে কাজ করবে। ক্ষমতায় যেইই থাকুক, ন্যায়বিচারের জন্য ৪ মাস অপেক্ষা করতে রাজি নন সার্বিয়ার এসব বিক্ষোভকারী। 

ছাত্রদের এই আন্দোলনের মুখে গত নভেম্বর মাসেই পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোসি ভুকেভিক। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও বিচারের আওতায় আসেননি কেউই। তাই ‘ফিফটিন ফর ফিফটিন’ নামে রাস্তায় নেমে আসেন লাখ লাখ মানুষ।

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission