ঢাকাশনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

আইপিএলের যে নিয়ম নিয়ে খুশি নন ল্যাঙ্গার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৯:৫০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আইপিএলের নিয়ম নিয়ে এবার মুখ খুললেন অস্ট্রেলিয়ান লখনৌ সুপার জায়ান্টসের কোচ জাস্টিন ল্যাঙ্গার। তিনি জানান আইপিএলের নিয়ম নিয়ে খুশি নন। প্রতি তিন বছর পর পর আইপিএলের মেগা নিলাম হয়।আর নিয়মটাই মেনে নিতে পারছেন না তিনি। তিন বছর পর দলের বেশির ভাগ ক্রিকেটারকে ছেড়ে দিতে হয়। এই নিয়মের ফলে কম শক্তিশালী দলগুলো নতুন করে নিজেদের তৈরি করার সুযোগ পায়, অন্যদিকে শক্তিশালী দলগুলোর ক্ষতি হয়। 

বিজ্ঞাপন

গত আইপিএলে লোকেশ রাহুল, মার্কাস স্টোইনিসের মতো ক্রিকেটাররা লখনৌ এর হয়ে খেলেছেন। কিন্তু লখনৌ এবার তাদের ছেড়ে দেয়। দল থেকে মাত্র পাঁচ জন ক্রিকেটারকে ধরে রাখে। যে কারণে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভ পন্থকে কিনে নেয় তারা। কিন্তু এত ক্রিকেটার ছেড়ে দেওয়ার পক্ষপাতী নন অভিজ্ঞ ল্যাঙ্গার। ২০ জন ক্রিকেটারকে ধরে রাখার কথা বলেন তিনি।    

পডকাস্টে ল্যাঙ্গার বলেন, গত মৌসুমে ২৫ জন ক্রিকেটার ছিল আমাদের দলে। তার মধ্যে মাত্র পাঁচ জনকে আমরা ধরে রেখেছিলাম। ২০ জনকে ছেড়ে দিতে হয়। তিন বছর পর নিলামে সব কিছু নতুন করে শুরু করতে হয়। এটা অস্বাভাবিক। আর অন্য কোনও খেলায় এটা দেখা যায় না। আমি নিয়ম ঠিক করলে ২০ জন ক্রিকেটারকে রেখে দিতাম। সেটা তো আর সম্ভব নয়।  

বিজ্ঞাপন
আরও পড়ুন

ভারতীয় ক্রিকেটারদের পরিশ্রম করতে দেখে অবাক হয়ে গিয়েছেন লাঙ্গার। তিনি মনে করতেন অস্ট্রেলীয়রা বেশি পরিশ্রমী হয়। কিন্তু তার ধারণা পাল্টে গিয়েছে। 

বিজ্ঞাপন

ল্যাঙ্গার বলেন, ভারতীয়রা যে ভাবে পরিশ্রম করার জন্য মুখিয়ে থাকে, সেটা আমি আগে কোথাও দেখিনি। অনুশীলন, অনুশীলন আর অনুশীলন। পাগলের মতো অনুশীলন করে ওরা। আমি ভাবতাম অস্ট্রেলীয়রাই বেশি পরিশ্রম করে, কিন্তু ভারতীয় এই ছেলেরা অন্য পর্যায়ের।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |