ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

৪৩ বছর বয়সে নেতৃত্বে ফিরলেন ধোনি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৯:১৬ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

মহেন্দ্র সিংহ ধোনি আবার অধিনায়কের নেতৃত্বের ভার নিজের কাঁধে তুলে নিচ্ছেন। চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন, রুতুরাজ গায়কোয়াড় চোটের কারণে খেলতে পারবেন না। কনুইয়ের চোটের কারণে গোটা আইপিএল থেকেই বাদ তিনি।তাই চেন্নাইকে এখন নেতৃত্ব দেবেন ধোনি।  

বিজ্ঞাপন

রাজস্থান রয়্যালসের বিপক্ষের ম্যাচে খেলতে গিয়ে জফ্রা আর্চারের একটি বল রুতুরাজের কনুইয়ে লাগে। এই চোটের কারণে পুরো আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি। তাঁর জায়গায় চেন্নাইয়ের অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করবেন ধোনি।এখন পর্যন্ত চেন্নাইয়ের হয়ে আইপিএলের পাঁচটি শিরোপা জয় করেছেন তিনি। তাই এবার সেই অভিজ্ঞ  অধিনায়ককেই আবার দায়িত্ব তুলে দিলো চেন্নাই।

শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নামবে জাদেজারা। ঘরের মাঠে কলকাতার বিপক্ষেই এ বারের আইপিএলে অধিনায়ক হিসেবে প্রথম বার দেখা যাবে  ধোনিকে। গত ম্যাচে ব্যাট হাতে রান করলেও দলকে জয় উপহার দিতে পারেননি তিনি। এ বার অধিনায়ক হিসাবে আরেকটি দায়িত্ব যোগ হলো তাঁর। অধিনায়ক হিসেবে ৪৩ বছর বয়সে চেন্নাইকে নেতৃত্ব দেবেন ধোনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২২ সালে মহেন্দ্র সিংহ ধোনি নেতৃত্ব ছেড়ে দিলে রবীন্দ্র জাদেজাকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করা হয়। তবে দল খারাপ করার কারণে মৌসুমের মাঝপথেই জাদেজাকে সরিয়ে ফের ধোনিকে নেতৃত্ব দেয়া হয়। অধিনায়কের দায়িত্ব থেকে জাদেজাকে সরিয়ে দেওয়ার কথা বলা হলেও, পরে জানা যায় যে জাদেজা নিজেই খেলার দিকে মনোযোগ দেয়ার জন্য নেতৃত্ব ছেড়েছিলেন।  

আরটিভি/ এস কে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |