ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

টসের সময় বিয়ে নিয়ে প্রশ্ন মরিসনের, জবাবে যা বললেন গিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ , ০৩:৩৯ পিএম


loading/img
ছবি: এএফপি

চলমান আইপিএলের ৩৯তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল গুজরাট টাইটান্স। এই ম্যাচে কলকাতাকে ৩৯ রানে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে গুজরাট। ৫৫ বলে ৯০ রান করে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক শুভমান গিল।

বিজ্ঞাপন

দলকে জয় এনে দেওয়ার দিনে নিজের বিয়ে নিয়ে কথা বলেছেন শুভমান গিল। ইডেনে টসের পর গুজরাট অধিনায়ক শুভমানকে প্রথম একাদশ বা খেলার পরিকল্পনা নয়, বিয়ে নিয়ে প্রশ্ন করেছিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার ড্যানি মরিসন। 

মরিসন প্রশ্ন করেন, তোমাকে দেখতে বেশ ভালো লাগছে। সামনেই কি তোমার বিয়ে? জবাবে শুভমন হেসে বলেন, ‘না, না। তেমন কিছু নয়।’ শুভমনের জবাবে হেসে ফেলেন মরিসনও।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এদিনে শুভমানের সঙ্গে শচীন টেন্ডুলকারের মেয়ে সারার সঙ্গে সম্পর্ক নিয়ে ‍গুঞ্জন চলছে অনেকদিন ধরে। ভারতীয় দলের খেলা দেখতে মাঝেমাঝেই মাঠে যান সারা। তাতে জল্পনা আরও বাড়ে। 

বিজ্ঞাপন

তবে দুজনে এই সম্পর্ক নিয়ে মুখ না খোলায় জল্পনা কমেনি। তার মধ্যে সম্প্রতি শুভমন ও সারা ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করেছেন। এরই মধ্যে শুভমনকে বিয়ে নিয়ে প্রশ্ন করেছেন মরিসন।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |