২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে ১৪৮ রানের ইনিংস খেলে নিজের আগমনী বার্তা দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। সে বছরই জয়পুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৩ রানের অপরাজিত এক ইনিংসে নিজেকে অতিমানব হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন ধোনি। এরপরই ধোনির শক্তির উৎস নিয়ে নানা আলোচনা শুরু হয়।
তবে সবচেয়ে আলোচিত একটি বিষয় হলো, ধোনির প্রতিদিন ৫ লিটার দুধ খাওয়া। দীর্ঘ দিনের ক্যারিয়ারে এ বিষয়ে কখনও কথা বলেননি তিনি। কিন্তু সম্প্রতি এক অনুষ্ঠানে প্রতিদিন ৫ লিটার দুধ খাওয়া নিয়ে মুখ খুলেছেন এই কিংবদন্তি ক্রিকেটার।
অনুষ্ঠানে সঞ্চালক তাকে জিজ্ঞেস করেন, তার সম্পর্কে সবচেয়ে উদ্ভট গুজব কোনটি তিনি শুনেছেন? জবাবে কোনো দ্বিধা ছাড়াই ধোনি বলেন, ‘আমি নাকি প্রতিদিন ৫ লিটার দুধ খাই।’
এ কথা শুনে সঞ্চালক নিজেও বিস্মিত হন। ধোনি এরপর হাসতে হাসতে বলেন, আমি আগে প্রতিদিন হয়তো এক লিটার দুধ খেতাম, তাও দিনে ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু চার লিটার বেশি হয়ে যায়, সেটা কারো পক্ষেই সম্ভব না।
এরপর সঞ্চালক তাকে আরেকটি গুজব নিয়ে প্রশ্ন করেন। গুজবটি হলো, ধোনি নাকি ওয়াশিং মেশিনে লাচ্ছি বানাতেন। ধোনি এটিও হেসে উড়িয়ে দেন। বলেন, ‘আমি তো লাচ্ছি খাই না, বানানো তো দূরের কথা।’
চলমান আইপিএলের ভালো পজিশনে নেই তার দল চেন্নাই সুপার কিংস। আট ম্যাচ খেলে মাত্র দুটি জয় পেয়েছে তারা। এতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিটি। ঋতুরাজের ইনজুরির কারণে ৪৩ বছর বয়সে আবারও অধিনায়কত্বে ফিরেছেন ধোনি।
আরটিভি/এসআর/এআর