দ্বিতীয় পর্ব

সাকিব জেনে বুঝে কারও ক্ষতি করার ছেলে না: ইমরুল কায়েস

মো.সাঈদুর রহমান

সোমবার, ০৫ মে ২০২৫ , ০৮:৪৮ পিএম


সাকিব জেনে বুঝে কারও ক্ষতি করার ছেলে না: ইমরুল কায়েস
ছবি: আরটিভি

জাতীয় দলের হয়ে লম্বা সময় খেলেছেন ইমরুল কায়েস। এর বাইরেও তিনি দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের সঙ্গে একটি রেস্টুরেন্ট ব্যবসায় যুক্ত ছিলেন। এসবসহ নিজ জেলা মেহেরপুরের ক্রীড়াঙ্গন নিয়ে সম্প্রতি আরটিভির মুখোমুখি হয়েছেন ইমরুল।

বিজ্ঞাপন

দুই পর্বের সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হয়েছিল গতকাল। আজ সোমবার (৫ মে) প্রকাশিত হচ্ছে সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব।

আরটিভি: সাকিবের সঙ্গে আপনার একসময় রেস্টুরেন্ট ব্যবসা ছিল। কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণ কি ছিল?

বিজ্ঞাপন

ইমরুল কায়েস: কোভিডের কারণে রেস্টুরেন্ট ব্যবসাটা বন্ধ হয়ে যায়। সে সময় তো কোনো লোকজন ছিল না। তাই বন্ধ করা ছাড়া উপায় ছিল না।

আরটিভি: সম্প্রতি সাকিবের ব্যবসা-বাণিজ্য নিয়ে অনেক অনিয়মের তথ্য উঠে এসেছে। আপনি তার সঙ্গে ব্যবসা করেছেন, এ বিষয়ে সাকিবের জ্ঞান বা সে কতটুকু বোঝে?

ইমরুল কায়েস: আমি যত দূর তাকে চিনি, সে খুব ভালো একজন মানুষ। সে জেনে শুনে কারও ক্ষতি করবে না কখনও। আসলে সাকিব একজন ক্রিকেটার সে এতো কিছু বোঝেনি। তাকে যেভাবে বোঝানো হয়েছে, সেভাবে বিনিয়োগ করেছে। এক কথাই তাকে ব্যবহার করা হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি: বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড় বলা হয় সাকিব আল হাসানকে। বিস্তারিত না জেনে তার এমন সিদ্ধান্ত নেওয়া কি উচিত হয়েছে?

বিজ্ঞাপন

ইমরুল কায়েস: অবশ্য না, সে বাংলাদেশের সবচেয়ে তারকা ক্রিকেটার। সে থাকবে সবার উপরে। তাই ব্যবসার বিষয়ে অনেক ভেবে ও সতর্ক থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।

আরটিভি: গত ৫ আগস্টের পর সাকিবের সঙ্গে কোনো আলোচনা হয়েছে?

ইমরুল কায়েস: নাহ।

আরটিভি: আপনার নিজ জেলার (মেহেরপুর) ক্রীড়াঙ্গন ধ্বংসের দ্বারপ্রান্তে, জেলা লিগগুলো বন্ধ হয়ে গেছে। যেগুলো হয় মান খুবই বাজে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন?

ইমরুল কায়েস: মেহেরপুরের ক্রীড়াঙ্গন ধ্বংস করেছে কারা সবাই জানে। ক্রীড়াঙ্গনের উন্নয়ন না করে সব টাকা পকেটে পুরেছে দায়িত্বশীলরা। আর লিগ না হওয়া সবাই মাদক ও জুয়ায় আসক্ত হয়ে গেছে।

আরটিভি: সামনে দলীয় সরকার আসলে মেহেরপুরের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য কাজ করতে বললে করবেন?

ইমরুল কায়েস: অবশ্য করব। নিজ জেলার জন্য কাজ করার সুযোগ পাওয়াটা সৌভাগ্যের। আর সেটা জন্য আমি সবসময় প্রস্তুত আছি।

আপনার ক্রিকেট একাডেমির কাজ কত দূর এগিয়েছে?

ইমরুল কায়েস: কাজ চলছে। আসলে ওখানে কাজ করাটা কঠিন। শেখ রাসেলের নামে একটা মিনি স্টেডিয়াম করার কথা ছিল, কিন্তু সরকার পতনের পর কিছুটা থেমে গেছে। এখন কিছু ছেলে অনুশীলন করে।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission