রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা, রিশাদ ও নাহিদকে দেশে আনতে চার্টার্ড ফ্লাইট!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০৮:৩৪ এএম


রিশাদ ও নাহিদকে দেশে আনতে চার্টার্ড ফ্লাইট বিমান পাঠাতে পারে বিসিবি
রিশাদ-নাহিদ। ছবি: সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে হামলায় পর্যটক নিহতের জেরে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা এখন যুদ্ধে রূপ নেওয়ার দ্বারপ্রান্তে। এরই মধ্যে পাকিস্তানের সেনা সদরদপ্তর রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা চালিয়েছে ভারত। আর তাতেই পিএসএলের রাওয়ালপিন্ডি শহরে খেলা বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এমন অবস্থায় বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। তবে এই দুই জাতীয় ক্রিকেটারের নিরাপত্তার বিষয়টি খুঁটিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পিএসএল।

এরই মধ্যে নাহিদ রানা ও রিশাদকে দেশে নিরাপদে ফিরিয়ে আনার চিন্তাভাবনাও চলছে। তবে পাকিস্তানের কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকায় তাদের দেশে ফেরায়ও দেখা দিয়েছে বিপত্তি। সেই অনিশ্চয়তা মুক্ত হতে শোনা যাচ্ছে, বিসিবি চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে পারে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে পিএসএল কভার করতে যাওয়া এক সাংবাদিক বলেন, বিসিবি আপ্রাণ চেষ্টা করছে রিশাদ ও নাহিদ রানাকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরানোর। পিসিবির সঙ্গে সেভাবে কথাও চলছে। সব ঠিকঠাক হলে দুই ক্রিকেটারকে চার্টার্ড ফ্লাইটেই দেশে ফিরিয়ে আনা হবে।

বিজ্ঞাপন

পরপর দুদিন বিসিবি বিবৃতি জানিয়েছে, রিশাদ ও নাহিদ রানার নিরাপত্তার ব্যাপারে বোর্ড সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ ফোনে ওই দুই ক্রিকেটারের সঙ্গে কথা বলছেন। পিসিবির সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বোর্ড।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission