আইপিএলে বিদেশি ক্রিকেটাররা থাকতে চাইছে না ভারতে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৯ মে ২০২৫ , ০৮:২২ পিএম


আইপিএল
ছবি: সংগৃহীত

পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের উত্তেজনা ক্রমশ বেড়েই চলছে। সবশেষ রাওয়ালপিন্ডির স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রভাবে ধর্মশালায় নিরাপত্তাজনিত শঙ্কায় মাঝপথেই বাতিল করা হয় আইপিএলের ম্যাচ। পাক-ভারত উত্তেজনার কারনে আর ভারতে থাকতে চাইছেন না বিদেশি ক্রিকেটারেরা। দ্রুত নিজ নিজ দেশে ফিরতে চাইছেন তারা। আইপিএলও স্থগিত হয়ে যাচ্ছে। এমন অবস্থায় বিদেশি ক্রিকেটারদের ভারতে রাখার প্রয়োজন নেই। দলগুলোকে দায়িত্ব নিয়ে বিদেশি ক্রিকেটারদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। যদিও বোর্ড থেকে দলগুলোকে সরকারি ভাবে এখনও কোনও নির্দেশ দেওয়া হয়নি।  

বিজ্ঞাপন

বৃহস্পতিবার(৮মে) ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ বাতিল করা হয়। ম্যাচ চলাকালীন জম্মুতে আক্রমণ করে পাকিস্তান।দর্শকদের মাঠ ছাড়তে বলা হয়। তার পরেই বৈঠকে বসে আইপিএল কর্তৃপক্ষ। সেখানেই আইপিএল আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন পর্যন্ত বোর্ড থেকে সরকারি ভাবে ঘোষণা করা হয়নি।   

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানের মতো দেশের বিভিন্ন ক্রিকেটার আইপিএলে খেলার জন্য ভারতে এসেছেন। তাদের মধ্যে সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, ট্রেভিস হেড, জস বাটলার, লিয়াম লিভিংস্টোন, কুইন্টন ডি’কক, রশিদ খানের মতো ক্রিকেটারেরা রয়েছেন। সকলকে সুরক্ষিত ভাবে দেশে ফিরিয়ে দেওয়াই এখন বোর্ডের লক্ষ্য।

বিজ্ঞাপন

ধর্মশালার বিমানবন্দর বন্ধ রয়েছে। সেই কারণে বৃহস্পতিবার(৮ মে ) সেখানে খেলা পাঞ্জাব এবং দিল্লি দলের ক্রিকেটারদের গাড়ি করে পাঠানকোট নিয়ে যাওয়ার কথা। সেখান থেকে ট্রেনে দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। 

আইপিএলের সূত্র থেকে যা জানা গিয়েছে, নিরাপত্তার কারণে তো বটেই, মানবিক কারণেও আইপিএল স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। বৈঠকে আলোচনা হয়েছে, ভারত-পাক সংঘর্ষ হচ্ছে, সেখানে আইপিএলের মতো বিনোদন এই মুহূর্তে অত্যন্ত দৃষ্টিকটু। এক দিকে ভারতীয় সেনা যখন লড়াই করছে, তখন অন্য দিকে আইপিএলের মঞ্চে ডিজে বাজছে, চিয়ারলিডারেরা নাচছেন এটা একেবারেই ভাল বিজ্ঞাপন নয়। যার ফলে, প্রতিযোগিতা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নিতে খুব বেশি ভাবতে হয়নি।

আরও পড়ুন

প্রসঙ্গত, সাম্প্রতিক ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার সূত্রপাত কাশ্মীরের পেহেলগেম পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা কেন্দ্র করে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত, যাতে অন্তত ৩১ জন নিহত হয়। এছাড়া পাকিস্তান দাবি করেছে ভারতের অন্তত ৫টি বিমান ভূপাতিত করেছে। তারপরও পাল্টা আঘাত হেনে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission