পিএসএলের নতুন সময় ঘোষণা, পিছিয়ে যাবে বাংলাদেশের সিরিজ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ মে ২০২৫ , ০১:১১ পিএম


পিএসএল
ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে ভারতের ড্রোন হামলার পর পিএসএল স্থগিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে দুই দেশের যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা আসার পরপরই টুর্নামেন্ট শুরু করার জন্য কাজ শুরু করে আয়োজক কমিটি। সব দলকে ইসলামাবাদে জড়ো করার সিদ্ধান্ত নেওয়া হয় পিসিবি থেকে। ১৭মে থেকে পুনরায় শুরু হবে আইপিএল। এবার আইপিএলের সাথে যোগ দিলো পিএসএলও। ১৭ মে মাঠে গড়াচ্ছে পিএসএলের এবারের আসর।  

বিজ্ঞাপন

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে খেলা শুরুর ঘোষণা দিয়েছেন। নতুন সূচি অনুযায়ী ১৭ মে থেকে শুরু হবে পিএসএলের বাকি ম্যাচগুলো।আর ফাইনাল হবে ২৫ মে।  

টুর্নামেন্ট নতুন করে শুরুর ঘোষণা দিয়ে মহসিন নাকভি লিখেছেন, ‘এইচবিএল পিএসএল-টেন ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে সেটা ছিল। ৬ দল। শূন্য শঙ্কা। আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই। ১৭ মে থেকে শুরু হচ্ছে ৮ রোমাঞ্চকর। যেটা আমাদের নিয়ে যাবে ২৫ মে ফাইনালের পথে। সব দলের জন্য শুভকামনা।’

বিজ্ঞাপন

ক্রিকইনফো জানিয়েছে, পিএসএল কর্তৃপক্ষ গত সোমবার (১২ মে) ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দিনক্ষণ ও ভেন্যু ঠিক করতে বৈঠকে বসেছিল। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি অনিশ্চয়তা দেখা দিয়েছে বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে। অধিকাংশ বিদেশি খেলোয়াড়ই টুর্নামেন্টের বাকি অংশ খেলতে পাকিস্তানে যেতে ইচ্ছুক না আর। এ ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোর শক্তির তারতম্য বেড়ে যাবে, যা পারফরম্যান্সে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। কারণ কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি বাকিদের চেয়ে তাদের বিদেশিদের ফেরার ব্যাপারে অধিক নিশ্চিত।

যার ফলে পিএসেলের এই নতুন সূচির কারণে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের সিরিজ। দুই দেশের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা ছিলও ২৫ মে। আর নতুন সূচি ঘোষণার পর পিএসএলের ফাইনালও হবে ২৫ তারিখ। যার জন্য পিছিয়ে যাবে বাংলাদেশ সিরিজ।  

আরও পড়ুন

উল্লেখ্য, এদিকে, ২০২৫ এই ছয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পিএসএলের দশ বছরের ইজারার মেয়াদ শেষ হবে। যার ফলে চুক্তি নবায়ন ও পুনরায় আলোচনার সুযোগ উন্মুক্ত করা হবে। এ ক্ষেত্রে অবশ্য বর্তম্ন মালিকরা 'অগ্রাধিকার' ভিত্তিতে ডাকের সুযোগ পাবে, যার মানে তারা বাকিদের আগে ফ্র্যাঞ্চাইজি কেনার সুযোগ পাবেন। তবে অনেক মালিক স্থায়ীভাবে দলগুলো কেনার ইচ্ছা প্রকাশ করেছেন, যাতে তারা দীর্ঘমেয়াদী চুক্তির পরিবর্তে স্থায়ী মালিকানা ভোগ করতে পারেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission