পিএসএলে বৃষ্টির শঙ্কা, ফাইনাল মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন হবে কারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ২৫ মে ২০২৫ , ০৩:১৫ পিএম


পিএসএলে বৃষ্টির শঙ্কা, ফাইনাল মাঠে না গড়ালে চ্যাম্পিয়ন হবে কারা?
পিএসএল। ছবি: সংগৃহীত

অবশেষে পর্দা নামতে যাচ্ছে পিএসএলের দশম আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে সাকিব-রিশাদদের লাহোর কালান্দার্স। তবে এই ম্যাচে বাধা হতে পারে বেরসিক বৃষ্টি। খেলার সময় বৃষ্টি বাগড়া দিতে পারে বলে জানাচ্ছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর।

বিজ্ঞাপন

রোববার (২৫ মে) বাংলাদেশ রাত ৯টায় ফাইনাল শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু লাহোরের বিরূপ আবহাওয়ার কারণে পিএসএল ফাইনাল ঠিকঠাক অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। 

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার লাহোরের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির বেশ সম্ভাবনা আছে। যদিও তাপমাত্রা বেশিই থাকছে, যা ৪০-৪২ ডিগ্রি পর্যন্তও হতে পারে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি ঠিকঠাক অনুষ্ঠিত না হলে কাদের হাতে উঠবে শিরোপা এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদি নির্ধারিত দিনে ফাইনাল অনুষ্ঠিত না হয়, পিএসএলের ১৬.১১.১.১ প্লেয়িং কন্ডিশন অনুযায়ী খেলা পরদিন রিজার্ভ ডেতে গড়াবে। 

বিজ্ঞাপন

যদিও রিজার্ভ ডে নিয়ে এবার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পিসিবি। আবার রিজার্ভ ডেতেও একই কারণে খেলা না হলে কিংবা ফলাফল না পাওয়া গেলে, পিএসএলের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী ১৬.১১.১.৩ অনুসারে লিগপর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই শিরোপা হাতে তুলবে। 

বিজ্ঞাপন

সে হিসেবে ভাগ্যকে পাশে পাবে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। কারণ, চলতি আসরের লিগপর্বে ২০১৯ আসরের চ্যাম্পিয়নরা ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল।

অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে তারা চতুর্থ দল হিসেবে প্লে-অফে ওঠে লাহোর। এরপর তৃতীয় স্থানে থাকা করাচি কিংসকে এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে তারা। এবারের আসরে তাদের লক্ষ্য তৃতীয়বার পিএসএলের ট্রফি জয়।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission