২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ১৭ মে ২০২৫ , ০৭:২৬ পিএম


মোহামেডান
ছবি: সংগৃহীত

আবাহনী হারলেই চ্যাম্পিয়ন হবে মোহামেডান। তাই সবার নজর ছিল আবাহনীর ম্যাচের দিকে। ফর্টিজের কাছে ২-১ গোলে আবাহনী হারার পরই মোহামেডান ক্লাব শিরোপা উল্লাসে মেতে উঠে। তিন ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় সাদাকালোরা।

বিজ্ঞাপন

মোহামেডানের পয়েন্ট এখন ৩৮, ১৫ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আবাহনী। তাদের লক্ষ্য এখন রানার্সআপ হওয়া। তৃতীয় স্থানে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ২৫। ফলে শেষ তিন রাউন্ডে লড়াই হবে জমজমাট।  

ম্যাচের শুরু থেকেই আবাহনী চাপে পড়ে। ১১তম মিনিটে ফর্টিসের ওমার বাবুর শট বাধা পায়। ১৮ মিনিটের মাথায় বৃষ্টি ও বজ্রপাতের কারণে খেলা বন্ধ থাকে। মাঠে পানি জমে যাওয়ায় স্বাভাবিক খেলার ছন্দপতন ঘটে। খেলা শুরু হলে পেনাল্টি থেকে ফর্টিসকে এগিয়ে দেন গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমার। দ্বিতীয়ার্ধে আবাহনী ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ফর্টিসের দেয়াল টপকাতে পারেনি তারা। 

বিজ্ঞাপন

৭৫তম মিনিটে ফর্টিসের খেলোয়াড় মঞ্জুর রহমান মানিক প্রতিপক্ষকে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন। তবে ১০ জনের দলে পরিণত হয়েও ফর্টিস ব্যবধান বাড়ায় ৭৬ মিনিটে সাজেদ জুম্মন নিঝুমের দূরপাল্লার দুর্দান্ত শটে। ৭৮তম মিনিটে একমাত্র গোলটি শোধ করেন মোহাম্মদ হৃদয়। তবে ততক্ষণে মোহামেডানের উৎসব শুরু হয়। 

২০০৭ সালে লিগ পেশাদার রূপ নেওয়ার পর বহুবার চেষ্টা করেও শিরোপা স্পর্শ করতে পারেনি মোহামেডান। গত মৌসুমেও তারা দ্বিতীয় হয়েছিল। এবার সেই অপেক্ষার অবসান ঘটাল ঐতিহ্যবাহী দলটি।

আরটিভি/এসকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission