সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে পাকিস্তানে পাড়ি জামিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে ম্যান ইন গ্রিনরা। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি লিটন বাহিনীর কাছে সম্মানরক্ষার ম্যাচ।
রোববার (১ জুন) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাঠে নামবে দুই দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এখন শেষ ম্যাচটা জিতে সম্মান নিয়ে দেশে ফিরতে পারেনি কিনা শান্তরা সেটাই দেখার বিষয়।
টানা দুই ম্যাচ হারায় এই ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে। বিশেষ করে পেসার শরিফুল ইসলামের জায়গায় দেখা যাবে নতুন কাউকে। আগের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন এই পেসার।
তার বদলি হিসেবে অন্য কোনো পেসারকে দলে নেইনি টাইগাররা। তাই একাদশে অতিরিক্ত একজনকে স্পিনার দেখা যেতে পারে। সে ক্ষেত্রে তানভীর ইসলামের খেলার জোর সম্ভাবনা রয়েছে।
দুই ম্যাচের অফফর্মের কারণে জায়গা হারাতে পারেন পারভেজ হোসেন ইমন। সেই জায়গায় নাজমুল হোসেন শান্তর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এছাড়া বাকি একাদশ অপরিবর্তিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
আরটিভি/এসআর