ঢাকাশনিবার, ২৮ জুন ২০২৫, ১৪ আষাঢ় ১৪৩২

ইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন শরিফুল

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ৩১ মে ২০২৫ , ০৭:৫৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলে দুঃসংবাদ। গোড়ালির ইনজুরির কারণে সিরিজের তৃতীয় ম্যাচ থেকে ছিটকে গেলেন পেসার শরিফুল ইসলাম। তাই এই ম্যাচে শরিফুলকে পাবে না বাংলাদেশ।শুধু টাঈ নয় অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বাঁহাতি এই টাইগার পেসার। এক বিবৃতিতে শনিবার (৩১ মে) এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

বিজ্ঞাপন

শরিফুলের ইনিজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন সিভা বলেন, 'শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি চলাকালে বোলিং করতে গিয়ে চোটে পড়েছেন শরিফুল। এমআরআই স্ক্যানের মাধ্যমে জানা গেছে, তার রেক্টাস ফিমোরিস মাংসপেশিতে গ্রেড-১ এর ইনজুরি হয়েছে।' 

তিনি আরও বলেন, 'ইনজুরির কারণে আগামী দুই থেকে তিন সপ্তাহ জাতীয় দলের বাইরে ছিটকে গেছেন শরিফুল। বিসিবির মেডিকেল টিমের পর্যবেক্ষণে থেকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে তার জন্য।' 

বিজ্ঞাপন

 আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |