ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় দুশ্চিন্তার নাম হয়ে উঠেছেন জসপ্রীত বুমরাহ। যদিও তিনি ফিট বলে ধরা হচ্ছে। কিন্তু টানা পাঁচটি টেস্ট খেলার মতো শারীরিক অবস্থা এখনো পুরোপুরি ফিরে পাননি।
চাপের কারণগুলো সংক্ষেপে:
বুমরাহ আংশিক ফিট: এনসিএ জানিয়েছে, চোট পুরোপুরি না সারলে টানা চাপ বুমরাহর চোট ফের বাড়িয়ে দিতে পারে। তাই বুঝে ব্যবহার করার পরামর্শ।
শামিও অনুপস্থিত: মোহাম্মদ শামি পুরোপুরি ফিট নন, ফলে একসঙ্গে দু’জন প্রধান পেসার নিয়েই অনিশ্চয়তা।
ফাস্ট বোলিং আক্রমণ দুর্বল হতে পারে: টানা পাঁচ ম্যাচে তরুণদের ভরসায় নামতে হতে পারে ভারতকে, যা ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে ঝুঁকিপূর্ণ।
বোর্ডের অবস্থান: বোর্ড চাইছে বুমরাহ ৩–৪টির বেশি টেস্ট না খেলুক।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সূত্রে খবর, বুমরাহের খেলা নিয়ে সাধারণ ভাবে কোনও সমস্যা নেই। তবে টানা পাঁচটি টেস্ট খেললে নতুন করে চোট লাগার আশঙ্কা রয়েছে। বুমরাহকে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে খেলানোর কথা বলা হয়েছে।
এনসিএর প্রাক্তন প্রধান ফিজিওথেরাপিস্ট আশিস কৌশিক বলেছেন, বোলিংয়ের চাপ নিতে পারার মতো শক্তিশালী থাকা এক জন বোলারের জন্য গুরুত্বপূর্ণ। চোট সারিয়ে খেলায় ফেরার সময় এটা নিশ্চিত করা দরকার। বিশেষ অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয় বোলারদের। দ্বিতীয় বা তৃতীয় স্পেল করতে যাতে সমস্যা না হয়, সেটা দেখতে হয়। প্রতিটি স্পেলে একই ভাবে বল করতে পারছে কি না, সেটাও নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, চাপ নেওয়ার ক্ষমতা প্রত্যেকের আলাদা। একজন বোলার কতটা এবং কত ক্ষণ চাপ নিতে পারে, তা নির্দিষ্ট। গবেষণায় দেখা গিয়েছে, চোট-আঘাতের ঝুঁকি কমাতে চাপ নির্দিষ্ট পরিমাণে বজায় রাখতে হয়। কাজের চাপ সেই পরিমাণের থেকে বেশি বা কম হলে ঝুঁকি হয়ে যায়।
গম্ভীরকে বলা হয়েছে বুমরাহকে ম্যানেজ করতে প্রয়োজনে রোটেশন, ম্যাচ বাদ দেওয়া বা স্পেল সীমিত রাখা। সব মিলিয়ে, ভারতের বোলিং আক্রমণ ভারসাম্য রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ।
আরটিভি/এসকে