অবসরের পরদিনই ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়কত্ব পেলেন পুরান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১১ জুন ২০২৫ , ০৭:২৮ পিএম


পুরান
ছবি: সংগৃহীত

পুরানের আন্তর্জাতিক অবসর নিয়েই যখন আলোচনার ঝড়, তখনই ফ্র্যাঞ্চাইজি লিগে অধিনায়কত্বের খবরটা অনেক কিছু বুঝিয়ে দেয়। জাতীয় দলের চাপ, নিয়মিত সফর আর ব্যস্ত সূচির তুলনায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেক বেশি লাভজনক ও নিয়ন্ত্রিত। 

বিজ্ঞাপন

পুরানের মতো ক্রিকেটারদের ফর্ম, ফিটনেস ও জনপ্রিয়তা থাকায় তারা সহজেই এই লিগগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পাচ্ছেন। আর পুরানের অধিনায়কত্ব পাওয়াটা তার পারফরম্যান্সের স্বীকৃতি। বিশেষ করে গত মৌসুমে শিরোপা জয়ে তার ১৩৭* রানের ম্যাচ জেতানো ইনিংস ছিল ঐতিহাসিক।

অবসরের পরদিনই পুরানের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে মেজর লিগ ক্রিকেটের দল এমআই নিউ ইয়র্ক। এর আগে দলটির অধিনায়ক হিসেবে ছিলেন আরেক ক্যারিবিয়ান তারকা কাইরন পোলার্ড।

বিজ্ঞাপন

২০২৩ সালের মেজর লিগ ক্রিকেটে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন পুরান। ব্যাট হাতে ১৬৭ স্ট্রাইক রেটে করেছিলেন ৩৮৮ রান। ১৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে এমআই নিউ ইয়র্ককে জিতিয়েছিলেন মেজর লিগের প্রথম শিরোপা।

মেজর লিগ ক্রিকেট শুরু হচ্ছে ১২ জুন থেকে। উদ্বোধনী ম্যাচে সান ফ্রান্সিস্কো ইউনিকর্ন্সের বিপক্ষে। এমআই নিউ ইয়র্ক মাঠে নামবে আগামী ১৩ জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ১৩ জুন।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে পুরান লিখেছেন, ‘অনেক চিন্তা ভাবনা এবং আত্মবিশ্লেষণের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিজ্ঞাপন

পোস্টে উল্লেখ করেন, 'মেরুন জার্সি পরা, জাতীয় সংগীতের সময় দাঁড়ানো, এবং প্রতিবার মাঠে নেমে নিজের সবকিছু উজাড় করে দেওয়া—এই অনুভূতিগুলো আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। দলের অধিনায়ক হওয়া ছিল আমার জন্য একটি সম্মান, যা আমি সবসময় হৃদয়ে ধারণ করে রাখব।' 

বিজ্ঞাপন

আরও পড়ুন

এটা নিঃসন্দেহে ক্যারিবিয়ান ক্রিকেটের জন্য একরকম ধাক্কা, কিন্তু পুরানের ব্যক্তিগত সিদ্ধান্তের পেছনে বাস্তবতা আছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission