রেকর্ডগড়া জয় দিয়ে ক্লাব বিশ্বকাপের মিশন শুরু বায়ার্নের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ০৯:৪০ এএম


বায়ার্ন মিউনিখ
ছবি: সংগৃহীত

ফিফা ক্লাব বিশ্বকাপে ইতিহাস গড়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে উড়িয়ে  দিয়েছে হ্যারি কেনের দল। সেই সাথে এক ম্যাচে সর্বোচ্চ গোল এবং সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়েছেন তারা। 

বিজ্ঞাপন

সিনসিনাটির টিকিউএল স্টেডিয়ামে বায়ার্ন মিউনিখের এই দাপুটে জয়ে জোড়া গোল করেছেন কিংসলি কোম্যান, মিশেল ওলিসে ও টমাস মুলার। হ্যাটট্রিক করেছেন বদলি হিসেবে নামা জামাল মুসিয়ালা। একটি গোল এসেছে সাচা বোয়ের পা থেকে।

এর আগে, ক্লাব বিশ্বকাপে কোনো দল ছয়টির বেশি গোল করতে পারেনি। আর সবচেয়ে বড় জয় ছিল ৫ গোলের ব্যবধানে (আল হিলাল ৬-১, ২০২১)। বায়ার্ন এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেল।  

বিজ্ঞাপন

ম্যাচে বায়ার্নের বল দখল ছিল ৭২%, ৩৩টি শটের মধ্যে ১৭টি লক্ষ্যে, যার ১০টি ছিল গোল। অকল্যান্ড সিটির পক্ষে মাত্র দুটি শটই নেওয়া সম্ভব হয়, যার একটিই ছিল লক্ষ্যে।

প্রথমার্ধে ৬ গোল ও দ্বিতীয়ার্ধে ৪ গোল করে জার্মান চ্যাম্পিয়নরা। ৬৭ থেকে ৮৪ মিনিটের মধ্যে মাত্র ১৭ মিনিটে হ্যাটট্রিক করেন জামাল মুসিয়ালা। বায়ার্নের পরবর্তী ম্যাচ ২১ জুন বোকা জুনিয়রসের বিপক্ষে।

আরও পড়ুন

তবে এত বড় জয়ের পরও নিজেদের ইতিহাসে সবচেয়ে বড় জয় (১৬-১, বনাম ওয়াল্ডবার্গ, ১৯৯৭) ছাড়িয়ে যেতে পারেনি বায়ার্ন। তবুও এটি ক্লাব বিশ্বকাপে এক ঐতিহাসিক রাত।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission