ক্লাব বিশ্বকাপমঞ্চে শক্তিশালী অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে বিধ্বস্ত করল ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ম্যাচজুড়ে দাপট ছিল পিএসজির। যার প্রতিফলন দেখা গেছে বল দখল (৭৪%) ও আক্রমণাত্মক খেলার পরিসংখ্যানে।পাশাপাশি ১৬টি শটও নিয়েছে তারা।
অ্যাতলেটিকো আরও বিপদে পড়ে ৭৮ মিনিটে লংলেট লাল কার্ড দেখায়। পিএসজির হয়ে ম্যাচে একাধিক শট ও পাসিং কম্বিনেশনে দারুণ ছন্দে ছিলেন ভিতিনহা ও রুইজ।
এর আগে দিনের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখ ১০-০ গোলে উড়িয়ে দেয় অকল্যান্ড সিটিকে। ১৭ মিনিটে হ্যাটট্রিক করেন জামাল মুসিয়ালা।
দুই হাফে দুইটি গোল হয়। খেলার প্রথমার্ধের ১৯তম মিনিটে গোল করেন ফ্যাবিয়ান রুইজ। আর প্রথম হাফে বাড়ানো সময়ে দ্বিতীয় গোলটি করেন ভিতিনহা। এর পর বিরতির পর খেলার ৭৮তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান অ্যাতলেটিকোর খেলোয়াড় লংলেট।
৮৭ মিনিটে মায়ুলু এবং অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে চতুর্থ গোলটি আসে। পিএসজির হয়ে চতুর্থ গোলটি করেন কাং-ইন লি। এই গ্রুপে পিএসজি এখন শীর্ষে। অন্য দুই দল হচ্ছে ব্রাজিলের বোতাফোগো ও যুক্তরাষ্ট্রের সিয়াটেল।
আরটিভি/এসকে/এআর