এক বলে তিন বার রানআউট করার সুযোগ নষ্ট

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৬ জুন ২০২৫ , ১১:১২ এএম


তামিলনাড়ু প্রিমিয়ার লিগ
ছবি: সংগৃহীত

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ২০২৫-এর এক ম্যাচে নজিরবিহীন কাণ্ড! এক বলে তিনবার রানআউট করার সুযোগ পেয়েও সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় রবিচন্দ্রন অশ্বিনের দল ডিন্ডিগুল ড্রাগনস। এমন ভুলে মাঠেই হতবাক হয়ে যান অধিনায়ক অশ্বিন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে সিয়েচেম মাদুরাই প্যান্থার্সের ইনিংসের শেষ ওভারে। গুরজাপনিত সিংয়ের ব্যাট থেকে একটি কভার ড্রাইভ আসে। অশ্বিন নিজেই ফিল্ডিং করে প্রথম রানআউটের চেষ্টা করেন, কিন্তু মিস। পরপর আরও দুটি থ্রো হয়, একটাও সঠিকভাবে স্টাম্পে লাগেনি। ব্যাটসম্যানরা অনায়াসেই তিন রান নিয়ে নেন।

ম্যাচ শেষে অবশ্য অশ্বিনের দল ৯ উইকেটে জয় তুলে নেয়। তবুও এক বলেই তিনটি রানআউট মিস এমন দৃশ্য খুব কমই দেখা যায়। ক্রিকেটপ্রেমীরা একে বলছেন, ক্রিকেটের কমেডি অফ এয়ারর্স!

বিজ্ঞাপন

হাস্যকর অথচ অবিশ্বাস্য এক মুহূর্ত ছিল সেটি। ম্যাচের শেষ ওভারে সিয়েচেম মাদুরাই প্যান্থার্সের দুই ব্যাটার গুরজাপনিত সিং ও এস রাজালিঙ্গম রানের জন্য ছুটছিলেন, আর ডিন্ডিগুল ড্রাগনসের ফিল্ডাররা একের পর এক রানআউটের সুযোগ হাতছাড়া করছিলেন।

রবিচন্দ্রন অশ্বিন প্রথমে থ্রো করেন নন-স্ট্রাইকার প্রান্তে স্টাম্প মিস। এরপর আরেকজন ফিল্ডার বল তুলে ছুঁড়ে দেন উইকেটরক্ষক বাবার দিকে বল ফসকে যায়। তাতেও হয়নি শেষ, তৃতীয় রানে ফের রানআউটের সুযোগ এসেছিল সেটাও নষ্ট।

আরও পড়ুন

 

এই এক বলে তিন বার রানআউটের সুযোগ মিস করা দেখে হতবাক হয়ে যান স্বয়ং অশ্বিনও। ঘটনাটি মাঠে যেমন হাস্যকর ছিল, সোশ্যাল মিডিয়ায় তেমনি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। এই দৃশ্য প্রমাণ করে, ক্রিকেটে কখনো কখনো নাটকীয়তা ও অনিশ্চয়তা কতটা কৌতুককর পর্যায়ে যেতে পারে।

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission