ঢাকাবৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

ক্লাব বিশ্বকাপে চেলসির উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৯:২০ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপে ইংলিশ ক্লাব চেলসির প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্রের ক্লাব এলএএফসি। সোমবার (১৬ জুন) রাতে টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব আরও একবার প্রমাণ করেছে ইংলিশ ক্লাব চেলসি। আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে স্বাগতিক এলএএফসিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। 

বিজ্ঞাপন

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে স্বাগতিক এলএএফসিকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। ম্যাচের ৩৪তম মিনিটে নিকোলাস জ্যাকসনের পাস থেকে পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের ৭৯তম মিনিটে লিয়াম ডেলাপের অ্যাসিস্টে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন মিডফিল্ডার এঞ্জো ফার্নান্দেজ।যুক্তরাষ্ট্রের ক্লাব এলএএফসি ঘরের মাঠে খেললেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে দাঁড়াতে পারেনি।

এদিকে, পর্তুগালের ক্লাব বেনফিকা ও আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল বোকা, তবে দ্বিতীয়ার্ধে ডি মারিয়া ও ওটামেন্ডির গোলে ম্যাচে ফিরে সমতা ফেরায় বেনফিকা। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

টুর্নামেন্টে ইউরোপিয়ান ক্লাবগুলোর আধিপত্য স্পষ্ট হলেও, লাতিন আমেরিকান দলগুলোও জমজমাট লড়াইয়ে রেখেছে সমতা রক্ষার বার্তা।

বিজ্ঞাপন


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |