খাদ্যে বিষক্রিয়া

ইতালিতে ২১ ফুটবলার অসুস্থ, হাসপাতালে ১৬

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৯:৩৪ এএম


সালেরনিতানা
ছবি: সংগৃহীত

সিরি ‘বি’ রেলিগেশন প্লে-অফের প্রথম লেগে সাম্পদোরিয়ার মাঠে ২-০ গোলে হেরে ফিরেছে সালেরনিতানা। তবে মাঠের হারের চেয়েও বড় দুঃসংবাদ এসেছে ম্যাচ শেষে। খাদ্যে বিষক্রিয়ায় ক্লাবটির খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে ২১ জন অসুস্থ হয়ে পড়েছেন। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ জুন) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সালেরনিতানা। ক্লাবটি জানিয়েছে, ম্যাচ শেষে জেনোয়া থেকে দক্ষিণাঞ্চলের শহর সালের্নোয় ফেরার পথে খেলোয়াড় ও স্টাফরা অসুস্থবোধ করতে শুরু করেন। বিমানবন্দরে নামার পরই জরুরি অ্যাম্বুলেন্স ডাকা হয় এবং ১৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। যাদের মধ্যে ৮ জন মূল দলের খেলোয়াড়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, সাম্পদোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়রা যে হোটেলে ছিলেন, সেখানে সরবরাহ করা খাবারেই বিষক্রিয়া হয়ে থাকতে পারে। ইতোমধ্যেই হোটেলে পুলিশি তদন্ত শুরু হয়েছে।  

বিজ্ঞাপন

ইতালিয়ান সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৮ জন স্কোয়াডের খেলোয়াড়। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই ম্যাচের আগে সালেরনিতানার খেলোয়াড়েরা যে হোটেলে উঠেছিলেন, পুলিশ সেখানে অভিযান চালিয়েছে। সালের্নোয় ফেরার পথে উড়োজাহাজে এই হোটেলের প্রস্তুত করা খাবার খেয়েছেন দলটির খেলোয়াড়েরা। 

বিষক্রিয়াকে ‘মারাত্মক’ বলে উল্লেখ করেছে ক্লাবটি। অসুস্থতার কারণে অনুশীলন বাতিল করতে হয়েছে এবং আসন্ন ফিরতি লেগের জন্য অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্লে–অফের ফিরতি লেগ হওয়ার কথা ২০ জুন। তবে চলমান পরিস্থিতিতে ম্যাচটি পেছাতে ইতোমধ্যে আবেদন করেছে সালেরনিতানা। ক্লাবটির ভাষ্য, এটা শুধু শারীরিক নয়, মানসিকভাবেও বড় ধাক্কা। মৌসুমের শেষ গুরুত্বপূর্ণ ম্যাচে এমন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকি তৈরি করছে।

বিজ্ঞাপন

এই ঘটনার ফলে ইতালিয়ান ফুটবলে চরম উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে খেলোয়াড়দের নিরাপত্তা ও খাবার ব্যবস্থাপনা নিয়ে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

গত মাসে সাম্পদোরিয়া তাদের ৭৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিরি সি-তে (তৃতীয় বিভাগ) নেমে গিয়েছিল। তবে পয়েন্ট তালিকায় দলটির ওপরে থাকা ব্রেসিয়ার ৪ পয়েন্ট কেটে নেওয়ায় সিরি ‘বি’তে টিকে থাকার দ্বিতীয় আরেকটি সুযোগ পেয়ে যায় সাম্পদোরিয়া। সুযোগ পায় সালেরনিতানার সঙ্গে প্লে-অফ খেলে টিকে থাকার। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission